২০ রমজানের মধ্যে বকেয়া বেতন ও বোনাস পরিশোধ এবং ঈদের আগে ছাঁটাই না করার ত্রিপক্ষীয় সিদ্ধান্ত কার্যকর করার দাবি জানিয়েছে কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ।
রোববার (১৬ মার্চ) মিছিল শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে নেতৃবৃন্দ এ কথা বলেন।
সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের স্বার্থ ও মতামতকে প্রাধান্য দিয়ে অতিসত্বর শ্রম আইন সংশোধন করতে হবে।
নেতৃবৃন্দ বলেন, যে শ্রমিকরা উৎপাদনের চাকা ঘুরিয়ে অর্থনীতি সচল রাখার ফলে দেশের সরকারি চাকুরিজীবীরা ১ মাসের মূল মজুরির সমপরিমাণ ঈদ বোনাস এবং মার্চ মাসের পূর্ণ বেতন পাবেন সেই শ্রমিকরা বেতন-বোনাস না পেয়ে না খেয়ে মরবে, বাঁচার তাগিদে রাস্তায় নামতে বাধ্য হবে এমন পরিস্থিতি যাতে না হয় সরকারকে সে বিষয়ে এখন থেকেই যথাযথ ব্যবস্থা নিতে হবে।
শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস না দিলে অথবা কোনোভাবে দমন-নির্যাতন করা হলে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ নির্যাতিত শ্রমিকদের সঙ্গে নিয়ে আন্দোলন করবে। তার ফলে কোনো ধরনের ক্ষতি হলে তার সমস্ত কিছুর দায় সরকার ও মালিকদেরকেই নিতে হবে।
স্কপের যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি চৌধুরী আশিকুল আলমের সভাপতিত্বে এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) অর্থ সম্পাদক কাজী মো. রুহুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, বাংলাদেশের শ্রমিক জোটের সভাপতি আ. কাদের হাওলাদার, জাতীয় শ্রমিক জোট, বাংলাদেশ-এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি শামীম আরা, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি নুর মোহাম্মদ আকন্দ, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের দপ্তর সম্পাদক সাহিদা পারভিন শিখা।