• আপডেট টাইম : 11/01/2025 07:52 PM
  • 188 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com


শ্রমিক আন্দোলনের কিংবদন্তি, দিকপাল সহিদুল্লাহ চৌধুরী অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আলোকবর্তিকা হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন শ্রমিক আন্দোলনের বর্ষিয়ান নেতারা।

১১ জানুয়ারী শনিবার প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র(টিইউসি)'র প্রয়াত সভাপতি স্কপের শীর্ষ নেতা সহিদুল্লাহ চৌধুরীর শোকসভায় তারা এ কথা বলেন।

শ্রমিক নেতৃবৃন্দ বলেন, সততা, ত্যাগ, আদর্শনিষ্ঠায় পরিক্ষিত শ্রমিকনেতা সহিদুল্লাহ চৌধুরী ছিলেন বাংলাদেশের শ্রমিক আন্দোলনের অন্যতম দিকপাল। তিনি শ্রমিক আন্দোলনের সিড়ি বেয়ে জাতীয় রাজনৈতিক নেতায় উন্নিত হয়েছিলেন।বামপন্থী এই শ্রমিক নেতা মহান মুক্তিযুদ্ধে সংগঠকের দায়িত্ব পালন করেছিলেন। নেতৃবৃন্দ বলেন. বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামে সহিদুল্লাহ চৌধুরী চিরঞ্জীব হয়ে থাকবেন।

শাহ মো, আবু জাফর বলেন, তিনি সাধারণ শ্রমিক থেকে ধাপে ধাপে তিনি টিইউসির সভাপতি হয়েছিলেন।
তিনি অর্থনীতিবিদের কথা বলতেন। তিনি জানতেন, বলতেন। তিনি প্রতিটি দাবির ব্যাপারে নিখুঁত ভাবে কথা বলতেন। এ জন্য যারা দাবি মানতে তারাও তারাও অবাক হয়ে শুনতেন, যুক্তি খন্ডন করতে পারতেন না।


আনোয়ার হোসেন বলেন, শহীদুল্লাহ চৌধুরী কখনো অন্যায়ের সাথে আপোষ করতেন না। দেশে আউট সোর্সিংয়ের নামে মধ্যসত্তভোগি তৈরি হয়েছে। তিনি এই ব্যবস্থার বিরুদ্ধে ছিলেন। তিনি সুস্থ থাকলেেএই ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করতেন।

তিনি বলেন, এই বৈষম আন্দোলনে শ্রমিক জীবন দিলো গেল। অথচ কেউ বলছে না এই আন্দোলন ছাত্র, জনতা, শ্রমজীবী মানুষের আন্দোলন। শ্রমিকের নাম উল্লেখ করলে কি আন্দোলনের মর্যাদার হানি হতো!
মেজবাহউদ্দিন আহমেদ বলেন, শহিদুল্লা যখন যেখানে কথা বলতে জ্ঞান নির্ভর কথা বলাতেন। যে জ্ঞান অর্জন করেছিলেন বেসিক পর্যায় থেকে। এবং আন্দোলনের ধাপে ধাপে। তিনি যুক্তি দিয়ে গুছিয়ে কথা বলতেন।

তিনি বলেন, এরশাদের সময়ে আমাদের কথা বলতে দিতো না। আমরা শাহ ম: আবু জাফরের ধানমন্ডির গোপন আস্তানায় বসে বসে সিদ্ধান্ত নিতাম।

মেজবাহউদ্দিন আহমেদ আরও বলেন, এরশাদের সময়ে শ্রমিকদের সংগঠিত হতে দিতো না। সে সময় আমরা ঢাকায় গোপনে মিছিল করতেন। একেক জন শ্রমিকনেতা একেক জায়গা পল্টন, তোপখানা, গুলিস্তান শ্রমিকদের সাথে নিয়ে সড়কে হাটতে হাটতে শ্লোগান শুরু করতাম। পুলিশ হতবাক হয়ে যেতো। তারা বুঝতেই পারতো না কিভাবে, কোথায় থেকে লোক এলো। সেই মিছিলের সামনে থেকে সহিদুল্লাহ চৌধুরীর শ্লোগান শ্রমিকদের উদ্বিপ্ত করতো।

সহিদুল্লাহ মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি আগরতলা থেকে গোপনে ঢাকায় এসে মুক্তিযোদ্ধা সংগ্রহ করতেন; জানান এই শ্রমিকনেতা।

স্কপের যুগ্ম সমন্বয়ক জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি শ্রমিকনেতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অর্থ সম্পাদক কাজী রুহুল আমিনের সন্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন আরেক যুগ্ম সমন্বয়ক বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি শাহ মো. আবু জাফর, জাতীয় শ্রমিক জোটের সভাপতি, মেজবাহউদ্দিন আহমেদ, জাতীয়তাবাদী শ্রমিক দলের উপদেষ্টা শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ ও বাংলাদেশ শ্রমিক জোটের সভাপতি আ. কাদের হাওলাদার।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সম্পাদক সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ফ্রী ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি নুর মো. আকন্দ, বাংলাদেশ জাতীয় ফেডারেশনের সভাপতি শামীম আরা, শ্রমিকনেতা নঈমুল আহসান জুয়েল, সাকিল আখতার চৌধুরী, আবুল হোসাইন, নাজমা আক্তার, সুলতানা বেগম প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...