• আপডেট টাইম : 31/12/2024 03:22 PM
  • 59 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com


হবিগঞ্জের বাহুবল উপজেলায় আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় বিস্ফোরণে চারজনের মৃত্যু হয়েছে।

৩১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার ডুবাঐ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন ডিপ্লোমা প্রকৌশলী ও বাকি তিনজন আকিজের শ্রমিক বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, দায়িত্বরতরা কারখানায় গ্যাসের চাপ পরীক্ষা করছিলেন। এসময় হঠাৎ বিস্ফোরণ হলে ঘরের চালা উড়ে যায়। বিস্ফোরণে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা গেছেন।

এএসপি আরও জানান, নিহত ডিপ্লোমা প্রকৌশলীর নাম পাওয়া যায়নি। নিহত শ্রমিকরা হলেন- মিজান গাজী (৩৬), মাহফুজ মিয়া (৩৫) ও রিয়াজ উদ্দিন (২৮)। বিস্ফোরণে আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...