২১শে নভেম্বর ২০২৪ তারিখে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক গেজেটের মাধ্যমে ৫টি গ্রেডের জন্য ঘোষিত নিম্নতম মজুরির কমে কাউকে মজুরি দেয়া যাবেনা বলে হুশিয়ারী জানিয়েছে ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন।
১২ই ডিসেম্বর বৃহস্পতিবার হেমায়েতপুর চামড়া শিল্প নগরীতে আয়োজিত ট্যানারি শ্রমিকদের এক জনসভায় এ দাবী জানিয়েছেন্ ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সহ-সাধারন সম্পাদক টি.এম. লিয়াকত হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়ন সহ-সভাপতি হাদিউল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, প্রচার সম্পাদক মোঃ শহিদ, শ্রম আইন বিষয়ক সম্পাদক মোঃ মামুন মিয়া প্রমুখ।
পুর্ববর্তী ৪টি মজুরি কমিশনের কোনটিই হেমায়েতপুর চামড়া শিল্প নগরীতে বাস্তবায়িত হয়নি বলে আবুল কালাম আজাদ বলেন, এবারকার ঘোষিত নিম্নতম মজুরি মালিকপক্ষেরই সুপারিশকৃত, তাই এই মজুরি বাস্তবায়নে মালিকপক্ষের গড়িসমি অত্যন্ত দু:খজনক। তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোন রাজনৈতিক সরকার নয় বা কোন মালিকপক্ষের সরকার নয়, বরং শ্রমিকবান্ধব সরকার বলে সর্বমহলে স্বীকৃত ও প্রশংসিত। মাননীয় শ্রম সচিব নিজেও ট্যানারি শিল্পে নিম্নতম মজুরি অবিলম্বে বাস্তবায়নের তাগিদ দিয়েছেন। দেশের সার্বিক উন্নয়নের সাথে শিল্পের স্থিতিশীলতাও সম্পর্কিত, তাই যেকোন ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে অতিদ্রুত ৫টি গ্রেডের ৫টি নিম্নতম মজুরি বাস্তবায়নের জন্য মালিকপক্ষের প্রতি তিনি আহ্বান জানান।
ট্যানারি শিল্পে ন্যায্যতা প্রতিষ্ঠায় ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন বদ্ধপরিকর উল্লেখ করে আব্দুল মালেক বলেন, হেমায়েতপুর চামড়া শিল্প নগরীতে কেউ ৮ ঘন্টাও ডিউটি করেন, কেউ ১৪ ঘন্টাও ডিউটি করেন। প্রায় সকল কারখানায় নিয়োগপত্র নেই, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদি নেই, রাসায়নিক দ্রব্যাদির সুষ্ঠ ব্যবস্থাপনা নেই, সর্বোপরি শ্রম আইনের কোন বাস্তবায়ন নেই। কারখানায় ন্যায্য পাওনা না দিয়ে দক্ষ শ্রমিক ছাটাই ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এ অবস্থা চলতে থাকলে এলডব্লিউজি সনদ অর্জন কোনভাবেই সম্ভব নয় বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। শিল্পের স্থিতিশীলতা রক্ষার দায় এখন সম্পুর্ণ মালিকের, তাই যদি এবারের নিম্নতম মজুরি বাস্তবায়ন করা না হয়, এর ফলশ্রুতিতে শ্রমিকের পরবর্তী কার্যক্রমের ফলে যেকোন ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির দায় ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন নিবেনা বলে তিনি হুশিয়ারী দেন।
কারখানার শ্রমিক প্রতিনিধিবৃন্দরা তাদের বক্তব্যে বলেন, ইতিমধ্যেই কারখানার সকল গ্রেডের শ্রমিকদেরকে সর্বনিম্ন গ্রেডে ধরে সবাইকে ১৮,০০১টাকা মজুরি দেয়ার পায়তারা শুরু হয়ে গেছে। গত ১ বছর ধরে ট্যানারি শ্রমিকরা নতুন মজুরির পাওয়ার আশায় পথ চেয়ে ছিলো, কিন্তু ডিসেম্বর মাসের শুরুতেই মালিকরা সকল শ্রমিকদের আশাহত করেছে। শিল্পের স্থিতিশীলতা ও শিল্প সম্পর্কের নামে এত বছর শ্রমিকরা মুখ বুজে সহ্য করলেও আর তারা আইনের ব্যত্যয় মেনে নিবেনা। শ্রমিকরা ঐক্যবদ্ধ ও দাবী আদায়ে বদ্ধপরিকর, তাই সরকার ঘোষিত নিম্নতম মজুরি প্রতিটি ট্যানারি কারখানায় বাস্তবায়িত না হলে শ্রমিকরা আর ছাড় দেবেনা বলে কড়া হুশিয়ারী জানিয়েছেন কারখানার শ্রমিক প্রতিনিধিবৃন্দ।