• আপডেট টাইম : 08/12/2024 08:20 PM
  • 34 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক: দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

‘এই পদ্মা এই মেঘনা’ অথবা ‘তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম’ অথবা নিন্দার কাটা যদি না বিধিল গায় প্রেমের কি স্বাদ আছে বলো’ এরকম অসংখ্য কালজয়ী গানের গীতিকার ও সুরকার অধ্যাপক আবু জাফর এর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।

০৬ ডিসেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৪টায় কুষ্টিয়া সরকারী কলেজ মাঠে তাঁর জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় তাঁর ছাত্র, সহকর্মী ও শুভাকাক্সখী সহ অসংক্য গুনগ্রাহী জানাযায় অংশ নেন। তার জানাযা নামাজ পড়ান কুষ্টিয়া সরকারী কলেজের শিক্ষক প্রফেসর মোল্লা মোহাম্মদ রুহুল আমীন। এরপর কুষ্টিয়া পৌর গোরস্তানে অধ্যাপক আবু জাফর এর দাফন সম্পন্ন করা হয়।


কুষ্টিয়া সরকারী কলেজের সাবেক শিক্ষক কবি, গীতিকার ও সুরকার অধ্যাপক আবু জাফর বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।


বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় রাজধানীর একটি বেরসকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর আগে তিনি বাংলা গানের ইতিহাসে অভিনব বাণী ও সুর সংযোজন করেছেন।


রাজশাহী ও ঢাকা বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের কণ্ঠশিল্পী ও গীতিকার ছিলেন আবু জাফর। তার রচিত সাড়া জাগানো দেশাত্মবোধক গান ‘এই পদ্মা এই মেঘনা’ গানটি বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০টি গানের মধ্যে স্থান পেয়েছিল। নিজের রচিত ও সুর করা অধিকাংশ গানে তিনি ও তাঁর প্রাক্তন স্ত্রী ফরিদা পারভীন কণ্ঠ দিয়েছেন।

এছাড়াও দ্বৈত কণ্ঠে গাওয়া গানেও কন্ঠ দিয়েছেন তিনি ও স্ত্রী ফরিদা পারভীন। অধ্যাপক আবু জাফরের মৃত্যুতে তাঁর সহকর্মী ও ছাত্ররা শোক প্রকাশ করেছেন। তবে তিনি শেষ জীবনে সংগীত ভূবন ছেঢ়ে ইসলাম ধর্ম চর্চায় নিজেকে আত্মনিয়োগ করেছিলেন।

অধ্যাপক আবু জাফরের গ্রামের বাড়ি কুমারখালী উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে। তাঁর বাবা প্রয়াত জমির উদ্দিন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...