চলতি রবি মৌসুম শুরু হতেই লালমনিরহাটে বাজারে সারের সংকট দেখা দেয়। যার ফলে সারের জন্য কৃষকদের আহাজারি লক্ষ্য করা গেছে। এমনকি নভেম্বর মাসের শেষ দিকেও চলতি মাসের বরাদ্দের সার এর ২০ থেকে ২৫ শতাংশ সার পৌঁছেনি বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, বাফা’র গুদামে।
অপরদিকে অক্টোবর ও নভেম্বর মাসের জন্য কোনো বরাদ্দ দেয়নি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন, বিসিআইসি। ফলশ্রুতিতে সারের সংকটে পড়েছে চাষিরা। রবি মৌসুমের চাষাবাদ নিয়ে পড়েছেন দুশ্চিন্তায় ।
হাতীবান্ধা উপজেলার ভুট্টা চাষি আসাদুজ্জামান জানান, ভুট্টার চাষাবাদ শুরু হতেই বাজার থেকে সার উধাও হয়ে গেছে। তিনি দেখেছেন যে, গোপনে বেশি টাকা দিলে প্রান্তিক বিক্রেতাদের কাছ থেকে সার মিলছে। সরবরাহ নেই এই অজুহাত দেখিয়ে ডিলাররা কৃষকদের খালি হাতে ফিরিয়ে দিচ্ছেন। বাংলা টিএসপি বস্তা প্রতি ১৩৫০ টাকার জায়গায় ১৫০০ টাকা টাকা দরে বিক্রি হচ্ছে। বাংলা ডিএপিসহ অন্যান্য সারের ক্ষেত্রে একই অবস্থা। বেশি মূল্য দিয়ে সার কিনতে হচ্ছে অপরদিকে অন্যান্য উৎপাদন খরচও বেড়েছে। যার ফলে চাষাবাদ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
আদিতমারীর দেওডোবা গ্রামের কৃষক সাদেকুল ইসলাম জানান, খেতে তামাক চাষ করতে প্রচুর সার লাগে। কিন্তু শুরুতেই সারের সংকট দেখা দিয়েছে। নিবন্ধন নেই এমন সার বিক্রেতারা বাংলা টিএসপি ও ডিএপি সার বস্তা প্রতি ২শ থেকে ৬শ টাকা অধিক দামে বিক্রি করছে। অপরদিকে নিবন্ধিত বিক্রেতাদের গুদামে সার নেই। মৌসুম শেষে চাষাবাদ করলে ফলন কম হওয়ার আশঙ্কা রয়েছে। সার নিয়ে অনেক চিন্তায় আছেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে লালমনিরহাটের একজন ডিলার জানান, লালমনিরহাট জেলার ৫ উপজেলার ৩টিতে প্রচুর তামাক চাষ হয়। আর পাটগ্রাম ও হাতীবান্ধায় চাষ হয় ভুট্টা চাষ। কিন্তু তামাক চাষকে নিরুৎসাহিত করতে এর জন্য বরাদ্দ চায় না কৃষি বিভাগ। আর তামাক চাষে প্রচুর পরিমাণ সার সরবরাহ করলে রবি মৌসুমে সারের ঘাটতি থেকে যায়। কৃষি বিভাগের উচিৎ সংকট নিরসনে তামাক চাষের জন্য সার বরাদ্দ দেয়া। তা নাহলে সংকট থেকেই যাবে।
আদিতমারী বুড়িরবাজারের বিএডিসি'র সার ডিলার ফরহাদ আলম সুমন জানান, নভেম্বর মাসের বরাদ্দ চলতি মাসের ৩ তারিখে উত্তোলন করেছেন তিনি। রবি মৌসুমে চাহিদা বেশি থাকায় সব সার বিক্রি শেষ হয়ে গেছে। কেবল ডিসেম্বরের বরাদ্দকৃত সার নেয়ার পরেই সার বিক্রি করতে পারবেন তিনি।
ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে সার পৌঁছাতে পারে। একদিকে রবি মৌসুমে সারের ব্যাপক চাহিদা ও অপরদিকে গত দুই মাসে বিসিআইসি এ অঞ্চলে সার বরাদ্দ না দেয়ায় সংকট সৃষ্টি হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সংকট থাকবে না এমনটাই আশা করছেন তিনি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রবি মৌসুমের জন্য নভেম্বর মাসে লালমনিরহাটের ৫ উপজেলা ও ২ পৌরসভায় ১ হাজার ৯শ ২৬ মেট্রিক টন টিএসপি, ৩ হাজার ৪শ ১২ মেট্রিক টন ডিএপি ও ২ হাজার ৭০ মেট্রিক টন এমওপি সার বরাদ্দ পাওয়া যায়।
তন্মধ্যে উপজেলা ভেদে ৩০ ও ৪০ শতাংশ সার এখন পর্যন্ত বাফার গুদামে পৌঁছায়নি। পর্যায়ক্রমে সার আসছে এবং তা ডিলারদের মাঝে বিতরণ করা হচ্ছে। গত দুই মাসে বিসিআইসি কোনো রকম সার বরাদ্দ দেয়নি।
তবে ডিসেম্বর মাসের জন্য বিসিআইসি ও বিএডিসি'র সার বরাদ্দের চিঠি এসেছে। তাই ডিসেম্বর মাসে সারের পর্যাপ্ত সরবরাহ হবে।
লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাইফুল আরেফিন জানান, গত দু’মাসে বিসিআইসি'র সার আসেনি এবং নভেম্বর মাসের বরাদ্দের কিছু অংশ এখন পর্যন্ত বাফার গুদামে পৌঁছেনি। যে পরিমাণ সার আসছে তা তাৎক্ষণিকভাবে ডিলারদের মাঝে বিতরণ করা হচ্ছে। সারের কোনো সংকট নেই। কিছু অসাধু ব্যক্তি গুজব সৃষ্টি করে সংকট তৈরি করছে। এসব অসাধু ব্যক্তি ও বিক্রেতার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
রিপোর্টঃ তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট