• আপডেট টাইম : 17/11/2024 04:20 PM
  • 78 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

গাজীপুর মহানগরের সারাবো এলাকায় এক মাসের বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা।

শিল্প পুলিশের ববরাদ দিয়ে অনলাইন গণমাধ্যম জাগোনিউজ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় ৪১ হাজার কর্মী রয়েছেন। এরমধ্যে আরএমজি কারখানার শ্রমিকরা সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করে গত মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন।

১৬ নভেম্বর শনিবার সকাল থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রাখেন তারা। রাতে শ্রমিকরা অবরোধ তুলে নিলেও দ্বিতীয় দিনের মতো ১৭ নভেম্বর রোববার সকাল ৯টা থেকে পুনরায় ওই সড়ক অবরোধ করে এক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন।

শিল্প পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

শ্রমিকরা বলছেন, বকেয়া বেতন প্রদানের আশ্বাস না পেলে তারা মহাসড়ক ছেড়ে যাবেন না।

এদিকে সড়ক অবরোধ করায় ওই রুট ব্যবহারকারী যাত্রী ও চালকরা ভোগান্তিতে পড়েছেন। সড়কের উভয় পাশে তৈরি হয়েছে যানজট। উত্তরবঙ্গের যানবাহন বিকল্প গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ব্যবহার করছে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম গণমাধ্যমে বলেন, বেক্সিমকো কারখানার শ্রমিকরা তাদের অক্টোবর মাসের বেতনের দাবিতে শনিবার রাত সাড়ে ৭টা পর্যন্ত অবরোধ করেন।

রোববার সকাল ৯টা থেকে ফের তারা একই দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা কথা বলছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...