• আপডেট টাইম : 12/10/2024 11:19 AM
  • 12 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

রাজধানীর মুগদা এলাকায় নির্মাণাধীন দোতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে আবুল হোসেন (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের ভাতিজা জাহাঙ্গীর আলম জানান, আমার চাচা নির্মাণ শ্রমিকের কাজ করতেন। মুগদায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায়।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সুত্র ,জাগো নিউজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...