জয়পুরহাটের পাঁচবিবিতে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে রাজু (২৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
১০ অক্টোবর বৃহস্পতিবার সকালে টিঅ্যান্ডটি পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিক উপজেলার নাকুড়গাছী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে টিঅ্যান্ডটি পশ্চিম পাড়ায় শরিফের নির্মাণাধীন একটি তিনতলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজের জন্য উপরে উঠলে অসাবধানতায় পড়ে যায়। এসময় অন্য শ্রমিকেরা তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, বিষয়টি শুনেছি, তবে এখনো কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সুত্র, জাগো নিউজ