• আপডেট টাইম : 06/10/2024 11:33 AM
  • 146 বার পঠিত
  • প্রেস বিজ্ঞপ্তি
  • sramikawaz.com

গার্মেন্ট শিল্পের শ্রমিকদের দাবি-দাওয়ার প্রেক্ষিতে সম্পাদিত ১৮ দফা ত্রি-পক্ষীয় চুক্তি সম্পূর্ণরূপে বাস্তবায়ন ও শ্রমিক হত্যাকাণ্ডেরবিচারের দাবি জানিয়েছে শিল্পের প্রতিনিধিত্বশীল ২০টি শ্রমিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

একইসঙ্গে লুটেরা মালিকদের নানান চμান্ত,গুজব ও ষড়যন্ত্র রুখে দাঁড়িয়ে শিল্পে স্থিতিশীলতা রক্ষা ও উৎপাদন অব্যাহত রাখার জন্য আহŸান জানান নেতৃবৃন্দ।

 ৬ অক্টোবর  রবিবার, বেলা ১২টায় রাজধানীর রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ২০টি গার্মেন্ট শ্রমিকসংগঠনের যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রেরসভাপতি শ্রমিকনেতা মন্টু ঘোষ।

 

লিখিত বক্তব্যে বলা হয়, গত ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার অভুত্থানে ¯ৈ^রশাসক শেখ হাসিনা সরকারের পতনের পর কতিপয় মালিকঅতীতের মতই দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে। তারা অসৎ উদ্দেশ্যে কারখানায় মজুরি প্রদান না করা, শ্রমিকের বিরুদ্ধে ছাঁটাই-নির্যাতন,

 

দমন-পীড়ন-মামলা-হামলা চালিয়েছে। যার প্রেক্ষিতে দীর্ঘদিন অবাধ ট্রেড ইউনিয়নসহ আইনানুগ সুযোগ-সুবিধা ও অধিকার বঞ্চিতশ্রমিকরা বিভিন্ন রখানায় দাবিনামা উত্থাপন ও আন্দোলন শুরু করতে বাধ্য হয়।

গত ২৪ সেপ্টেম্বর শ্রম ও কর্মসংস্থান ন্ত্রণালয়ে অনুষ্ঠিত ত্রি-পক্ষীয় সভায় ১৮ দফা চুক্তি স্বাক্ষরিত হয়।

পরের দিন ২৫ সেপ্টেম্বর থেকেসকল কারখানায় উৎপাদন কার্যμম চালু হয়েছে। তা সত্তে¡ও কতিপয় লুটেরা মালিক ১৮ দফা বাস্তবায়ন না করে চাকরিচ্যুতি ও হামলামামলা অব্যাহত রেখেছে। বেশ কিছু কারখানায় বেতন প্রদান না করা ও ১৩/১ ধারায় কারখানা বন্ধ করে মিকদের জীবন-জীবিকাকেঅনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ইতোমধ্যে প্তার-হয়রানির প্রতিবাদে ও বকেয়া বেতনসহ আইনানুগ পাওনার দাবিতে কয়েকটি স্থানেশ্রমিকরা কথা বলতে গেলে শ্রমিকদের ওপর আইনশৃক্সখলা বাহিনী, ঝুট সন্ত্রাসী ও মালিকদের ভাড়াটিয়া গুণ্ডারা নির্যাতন এমনকি গুলিচালিয়েছে। কারখানা শ্রমিক মো. কাউসার হোসেন খান নির্মম হত্যার শিকার হয়েছে। শতাধিক শ্রমিক আহত হয়েছে।


যাদের অনেকেইএখনো হাসপাতালে চিকিৎসাধীন। লিখিত বক্তব্যে এই হত্যাকাণ্ডে দায়ী মালিকসহ দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবিজানানো হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, শ্রমিক হত্যাকাণ্ডের দায় সরকার ও মালিকদের নিতে হবে। নিহতের পরিবারকে আজীবন আয়েরসমান ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। অবিলম্বে চাকরিচ্যুতি বন্ধ ও সকল বকেয়া পাওনাপরিশোধসহ ১৮ দফা ত্রি-পক্ষীয় চুক্তি বাস্তবায়ন করতে হবে।


জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি শ্রমিকনেতা আমিরুল হক আমিনের সভাপতিত্বে ও বাংলাদেশ গার্মেন্ট এন্ড ইন্ডস্ট্রিয়ালওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা বাবুল আক্তার পরিচালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরজবাব দেন গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি শ্রমিকনেতা মোশরেফা মিশু, বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতিশ্রমিকনেতা তৌহিদুর রহমান, বাংলাদেশ টে·টাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভপতি শ্রমিকনেতা মাহবুবুর রহমান ইসমাইল,

গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান শ্রমিকনেতা তাসলিমা আখতার, রেডিমেট গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি শ্রমিকনেতালাভলী ইয়াসমিন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা সাদেকুর রহমান শামীম, বাংলাদেশ গার্মেন্ট ওসোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা কাজী রুহুল আমিন,
বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিকফেডারেশনের সভাপতি শ্রমিকনেতা রফিকুল ইসলাম সুজন, সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা নাহিদুল হাসাননয়ন, একতা গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা কামরুল আনাম, বাংলাদেশ ন্যাশনাল লেবার ফেডারেশনেরসভাপতি শ্রমিকনেতা মরিয়ম আক্তার, বিপ্লবী গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি শ্রমিকনেতা মাহমুদ হাসান প্রমুখ।

 

সংবাদ সম্মেলন থেকে আন্তর্জাতিক বাজারে বিদ্যমান প্রতিযোগিতা ও জাতীয় অর্থনৈতিকস্বা র্থ বিবেচনায় দেশের প্রধান শিল্প তেরশ্রমিকদের ওপর দমন নীতির পথ পরিহার করে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করার আহবান জানানো হয়। একইসঙ্গে নানান রকমগুজব ছড়িয়ে ও চারের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো চμান্ত রুখে দেয়ার জন্য শ্রমিকদের প্রতি আহবান জানানোহয়। সংবাদ সম্মেলন থেকে উৎপাদন অব্যাহত রাখার ক্ষেত্রে যেকোনো বাধা ও ষড়যন্ত্রের বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকতে বলেননেতৃবৃন্দ।

কারখানা পর্যায়ের যেকোনো সমস্যা দ্রুত সময়ের মধ্যে কারখানাভিত্তিক সমাধানের জন্য দায়িত্বশীল মালিকদের প্রতি শ্রমিকনেতৃবৃন্দ আহবান জানান।

বার্তা প্রেরক
(লুৎফর রহমান আকাশ)
দপ্তর সম্পাদক

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...