• আপডেট টাইম : 30/09/2024 04:53 PM
  • 86 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

‘গত ১৫ বছরে দেশের উন্নয়ন হলেও শ্রমিকরা ন্যায্য হিস্যা পায়নি। ১৫ বছরেও কাজের পরিবেশ উন্নত হয়নি, মজুরি যথোপযুক্ত নয়, এমনকি তারা অধিকার আদায়ে আন্দোলনও করতে পারে না।’

৩০ সেপ্টেম্বর সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের নাজিয়া-সালমা হলরুমে অনুষ্ঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির সঙ্গে বৈঠকে এসব কথা বলেন শ্রমিক প্রতিনিধিরা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। এসময় অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ড. দেবপ্রিয় বলেন, ‘আমরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছি। গতকাল ২৯ সেপ্টেম্বর

 তরুণ নেতাদের সঙ্গে বৈঠক করেছি। তারা নিজেদের মতামত দিয়েছেন। আজ বসলাম শ্রমিকদের সঙ্গে। তারা আমাদের জানিয়েছেন, শ্রমিক কল্যাণে যেসব উদ্যোগ নেওয়া দরকার ছিল সেসব নেওয়া হয়নি। এছাড়া শ্রমিকদের পাওনা ছুটিও দেওয়া হতো না। আমরা এখন আমাদের অধিকার চাই। ন্যায্য হিস্যা চাই।’

এক প্রশ্নের জবাবে দেবপ্রিয় বলেন, ‘আমরা সিলেট, রাজশাহী ও চট্টগ্রামে যাবো; টাউন হল মিটিং করবো। আমরা যারা এখানে সদস্য আছি আমাদের প্রত্যেকের গবেষণা আছে। কিন্তু আমরা একক কোনো সোর্সের ওপর নির্ভর করতে চাচ্ছি না। সবার সঙ্গে কথা বলবো। তারপরই তিন মাসের মধ্যে একটি প্রতিবেদন দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে কোন সদস্য কী কাজ করবো সে বিষয়ে দায়িত্ব ভাগ করে নিয়েছি। তথ্য-উপাত্তের উপযুক্ততা নিরূপণ করা হয়েছে। এখন অনেক কিছুই লেখার কাজ চলছে।’
সুত্র ,জাগো নিউজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...