• আপডেট টাইম : 07/09/2024 12:45 PM
  • 120 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

নরসিংদীর পলাশে বিক্ষুব্ধ শ্রমিকদের হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় জনতা জুট মিলস লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

৭ সেপ্টেম্বর শনিবার সকালে মিলগেটে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। কবে নাগাদ মিল চালু হবে- সে বিষয়ে নোটিশে কিছু বলা হয়নি।

প্রতিষ্ঠানটিতে প্রায় ৭ হাজার শ্রমিক কাজ করেন। হামলায় মিলের প্রশাসনিক ভবন, শ্রমিক অফিস, নিরাপত্তা অফিস ও গেস্ট হাউজসহ বিভিন্ন অফিস কক্ষে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়।

জনতা জুট মিলস লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. মতিউর রহমান স্বাক্ষরিত নোটিশে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সব শ্রমিককে জনতা জুট মিলস্ লিমিটেডের কর্মক্ষেত্রে যোগদান থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


এর পর থেকেই বহু শ্রমিককে মিলটির কলোনি ছেড়ে যেতে দেখা যায়।

সংশ্লিষ্টরা জানান, গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে ১৪ দফা দাবিতে পলাশ উপজেলার বাগপাড়া গ্রামে অবস্থিত আকিজ-বশির গ্রুপের মালিকানাধীন জনতা জুট মিলস লিমিটেডে হামলা চালিয়ে ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা। প্রতিষ্ঠানটিতে প্রায় ৭ হাজার শ্রমিক কাজ করেন। হামলায় মিলের প্রশাসনিক ভবন, শ্রমিক অফিস, নিরাপত্তা অফিস ও গেস্ট হাউজসহ বিভিন্ন অফিস কক্ষে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়।

এ ঘটনায় মিলের ছয় নিরাপত্তাকর্মী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর মিল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...