রাজধানীর সচিবালয়ে নির্মাণাধীন ভবনের ১৩ তলা থেকে পড়ে আব্দুস সামাদ (৪০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
৩০ আগস্ট শুক্রবার বিকেলের দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে নিয়ে আসা সহকর্মী আব্দুল মান্নান জানান, বিকেলের দিকে সচিবালয়ের নির্মাণাধীন ভবনের ১৩ তলায় সামাদ কাজ করার সময় হঠাৎ অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হন সামাদ। পরে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদরের একডালা গ্রামে। বর্তমানে নির্মাণাধীন ভবনেই থাকতেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
সুত্র , জাগো নিউজ