• আপডেট টাইম : 19/08/2024 11:50 AM
  • 203 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

প্রবাসী আয় বাড়ছে।  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে প্রবাসী আয় যেভাবে কমেছিল, ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে প্রবাসী আয় আবার বাড়ছে। চলতি আগস্ট মাসের ১৭ দিনে প্রবাসী আয়ের তথ্য পর্যালোচনা করে এমন আভাস মিলছে।

১৯ আগস্ট সোমবার বাংলাদেশ ব্যাংক প্রবাসী আয়ের তথ্য প্রকাশ করে।

বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয়ের তথ্যে দেখা যায়, আগস্টের ১৭ দিনে দেশে প্রবাসী আয় আসে ১১৩ কোটি ৪২ লাখ ২০ হাজার মার্কিন ডলার। মাসের প্রথম তিন দিনের প্রতি দিন প্রবাসী আয় আসে ৩ কোটি ১৮ লাখ ৮৩ হাজার ৩৩৩ মার্কিন ডলার।  ৪ থেকে ১০ আগস্ট প্রতিদিন প্রবাসী আয় আসে ৫ কোটি ৫৩ লাখ ২ হাজার ৮৫৭ ডলার। আর তৃতীয় সপ্তাহে ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত প্রতিদিন প্রবাসী আয় আসে ৯ কোটি ৩০ লাখ ৬৪ হাজার ২৮৬ ডলার।

দেশে শিক্ষার্থীদের কোটা আন্দোলনের ঢেউ লাগে প্রবাসেও। তারা প্রবাসী আয় কমিয়ে দেয়। সরকার পতন হলে প্রবাসীরা বেশি রেমিট্যান্স পাঠায়। বাড়তে থাকে প্রবাসী আয।

১৭ দিনে প্রবাসীদের পাঠানো প্রবাসী আয় আগের মাস জুলাইয়ের চেয়ে বেশি। আবার আগের বছরের আগস্ট মাসের চেয়েও প্রবাসী আয় বেশি। আগের মাস জুলাই প্রতিদিন প্রবাসী আয় আসে ৬ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার মার্কিন ডলার। আর আগের বছরের আগস্ট মাসে প্রতিদিন প্রবাসী আয় আসে ৫ কোটি ৩৩ লাখ ১৫ হাজার মার্কিন ডলার।

আগস্টের ১৭ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে আসে ১৫ কোটি ২৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে আসে ৩ কোটি ৭৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। বেসরকারী বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে আসে ৯৪ কোটি  ১৪ লাখ ৩০ হাজার ডলার এবং বিদেশ বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে আসে ২১ লাকখ ৫০ হাজার মার্কিন ডলার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...