নারায়নগঞ্জ বন্দরে কামতাল মালিভিটা এলাকায় অবস্থিত টোটাল ফ্যাশন গার্মেন্টসে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক আন্দোলনে মালিক-ম্যানেজার অবরুদ্ধ।
শ্রমিক সূত্রগুলো জানায়, টোটাল গার্মেন্টসে প্রায় ১২০০ শ্রমিক রয়েছে। যাদের মধ্যে প্রায় এক হাজার শ্রমিকের গত দুই মাসের বকেয়া বেতন রয়েছে। এরই মধ্যে দুইশত স্টাফদের গত পাঁচ মাস যাবৎ বকেয়া বেতন বাকি। গতকাল মঙ্গলবার টোটাল ফ্যাশন গার্মেন্টসের মালিকপক্ষ গাড়ি ভর্তি করে মালামাল নিয়ে যেতে চাইলে শ্রমিকরা বাধা দেয়। পরে শ্রমিকরা জানতে পারে মালিকপক্ষ যখন যে কোনো সময় গার্মেন্টস বন্ধ করে চলে যেতে পারে।
এরপর সকল শ্রমিক গার্মেন্টস থেকে বের হয়ে আসে এবং মালিক হাসিব উদ্দিন ও ম্যানেজার কবিরকে সকল শ্রমিক মিলে আটকিয়ে রুমের ভিতর অবরুদ্ধ করে।
এ বিষয়ে মহিলা অপারেটর শ্রমিক কুলসুম বেগম বলেন, আজ দুইমাস ধরে মালিক পক্ষ আমাদের কোনো বেতন ভাতা দিচ্ছে না। এমনকি অনেক শ্রমিকদের মিথ্যা মামলা দিয়ে চাকরি থেকে সরানোর চেষ্টা করছে।
শ্রমিক নেতা তাওলাদ বলেন, আমাদের গত দুই মাস বেতন ভাতা না দেয়ায় ছেলে-মেয়ে নিয়ে খুব কষ্টে আছি। এমনকি প্রতিষ্ঠান যখন যে কোনো সময় বিক্রি করে দেয়ার পায়তারা করছে। তাই আমরা মালিক পক্ষকে অবরুদ্ধ করে রাখছি।
স্টাফ সজিব বলেন, গত পাঁচ মাস যাবৎ বেতন না দেয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছি। স্ত্রী সন্তানদের নিয়ে বাসা ভাড়া থাকছি। বাড়িওয়ালা বাড়ি ভাড়ার জন্য চাপ দিচ্ছে। ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ যোগাতে কষ্ট হচ্ছে।
তবে এ বিষয়ে মালিক হাসিব উদ্দিন বলেন, শ্রমিকদের বকেয়া বেতন আগামী পাঁচ সাত দিনের মধ্যে পরিশোধ করে দিব। তবে এ রিপোর্ট লিখার আগ পর্যন্ত মালিক ম্যানাজার শ্রমিক শ্রমিকদের দ্বারা অবরুদ্ধ।