• আপডেট টাইম : 30/07/2024 03:55 PM
  • 518 বার পঠিত
  • জাকির হোসেন, লেবানন  থেকে
  • sramikawaz.com

লেবাননে এক নারী প্রবাসী শ্রমিক গুরুত্ব  অসুস্থ হয়ে অসহায় জীবন যাপন করছেন্। তার এক হাত এক পা অবস হয়ে গেছে। প্রবাসী ওই  নারী শ্রমিকের নাম পারুল বেগম। দেশে তার বাড়ি  কিশোরগঞ্জ জেলার সদরে।

খোঁজ নিয়ে জানা গেছে, পারুল বেগম ৮ বছর ধরে লেবাননে আছেন। কোভিড-১৯ মহামারীর সময় তিনি লেবাননে বসবাস করছিলেন।

করোনা  সমস্যায় ও  লেবালনে করোনার সময়ে ডলারের সংকটে পড়ে। সে সময় অনেকের মত পারুলও টাকা পাঠাতে পারেনি। দেশেও আসতে পারেনি।  তিনি সেখানেই ছিলেন।  তার যে টাকা ছিল সে টাকা চিকিৎসা করতে খরচ হয়ে গেছে।

করোণার সময় লেবানন থেকে ১০ হাজারের বেশি লোক দেশে চলে যায়। এখন প্রায় আট মাস ধরে লেবাননের অবস্থা অনেক ভাল বললেই চলে। যে ১০ হাজার প্রবাসী করোনা মহামারীর সময় দেশে চলে গিয়েছিল, সেই ১০ হাজার সহ মোট ১৫ হাজার লোক ফেরত এসেছে। তারা সবাই কাজ করছে।

যখন অবস্থা ভাল হয়েছে তখন পারুল বেগম প্যারালাইছেছ রোগে আক্রান্ত হয়ে অবস্থান করছে। পারুল বেগম রুমের বিছানায় এটা পড়ে আছে। তাঁকে দেখার মত প্রবাসের বাড়িতে কেউ নেই। সরকার ও দেশে সামর্থবান মানুষের সহায়তা দরকার পারুল বেগমের। যাতে সে এই বিদেশ বিভূঁইয়ে মানবেতর জীবন যাপন থেকে পরিত্রান পায়।

যে পারুল বিদেশ থেকে রোজগার করে দেশে পাঠিয়েছে, দেশে বৈদেশিক মুদ্রার ভান্ডার সমৃদ্ধ করেছে। সেই এখন বিদেশ বিভূঁইয়ে অসুস্থ হয়ে একটি রুমে একা, নি:সঙ্গ  মানবেতন জীবন-যাপন করছে। তাকে দেখার মত কেউ নেই।

পারুল বেগমের অসহায়ত্বের কথাটি লেবাননে বাংলাদেশ দুতাবাসে জানানো হয়েছিল। তার  সহায়তার জন্যও আবেদন করা হয়েছিল। সেখান থেকে তার চিকিৎসার জন্য কিছু টাকা দেওয়া হয়েছিল। এই টাকা তারা  চিকিৎস্যার জন্য যেমন পর্যাপ্ত না; আবার তার কাছে নিজের লোক না থাকার কারণে দেখা-শোনার জন্য যে সহায়তা প্রয়োজন-তাও মেটানো সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় পারুল বেগমের সহায়তায় এগিয়ে আসার জন্য তিনি আবেদন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...