সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি ড. সৈয়দ আন্দোয়ার হোসেন, নির্বাহী সভাপতি অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী সরকার জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে যাচ্ছে জেনে আমরা স্বাগত জানাচ্ছি।
বিবৃতিতে আরো বলা হয়, মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাত-শিবিরের রাজনীতি আরো আগেই নিষিদ্ধ করার বিষয়ে কথা ওঠে, বিলম্বিত হলেও উদ্যোগটি নেওয়া হয়েছে। আমরা মনেকরি সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন স্তরে এই অপশক্তি ছড়িয়ে রয়েছে। আমরা দেশের সকল স্তরের মানুষের কাছে আহবান রাখবো কোন অবস্থাই কেউ যেন, এই অপশক্তির সাথে আঁতাতে লিপ্ত না হয়।
সেই বিষয়ে সকলকে সচেতন থাকার আহবান জানাই।
আমরা আশাকরি মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় বৈষম্যহীন, শোষণমুক্ত স্থিতিশীল বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কাজে সংশ্লিষ্ট মহল সচেষ্ট হবেন।