মুক্তিযুদ্ধকে খাটো করা ও দূর্বল করার অশুভ রাজনীতি থেকে সকল মহলকে বেরিয়ে আসার আহবান জানাই। আমরা লক্ষ করছি দেশে সরকারি চাকরি-সহ বিভিন্ন বিষয়ে মুক্তিযোদ্ধাদের সন্তান-সন্ততীদের কোটা নিয়ে রাস্তায় সমাবেশের নামে নানাধরণের মন্তব্য করা হচ্ছে। মূলতঃ মহান স্বাধীনতা পরবর্তী সময়গুলোতে সামরিক-বেসামরিক লেবাসধারী ক্ষমতা কেন্দ্রীক কতিপয় রাজনৈতিক তাদের হীনস্বার্থ হাসিল করার প্রয়াসে মহান মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বৈষম্য মুক্ত স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশকে বিতর্কীত করার গভীর ষড়যন্ত্র থেকে সময় -সময়ে মুক্তিযোদ্ধাদের বিভক্ত করে রাজনৈতিক ফায়দা লুটেছেন। এই ধারা অদ্যাবদি অব্যাহত রয়েছে।
জাতির দূর্ভাগ্য হলো ক্ষমতাকেন্দ্রিক দলবাজির ফলশ্রুতিতে মুক্তিযুদ্ধ সময়ের ব্যবধানে ছেলের হাতের মোয়ায় পরিনত হতে বসেছে। নতুন প্রজন্মের হাত ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে টানাপোড়ন করে অনেকেই ফায়দা নেয়ার চেষ্টা করবেন বলে আমরা মনেকরি। আমরা সুস্পষ্ট বলতে চাই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধারা কোন দলের নয়। দীর্ঘ লড়াই সংগ্রামের আঁকাবাঁকা পথ পেরিয়ে ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ত্রিশ লক্ষ শহীদানের আত্ন বিসর্জন ও তিন লক্ষের অধিক মা-বোন নিগৃহীত হওয়ার মধ্য দিয়ে আমাদের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ যতদিন আত্নমর্যাদা নিয়ে বেঁচে থাকবে ততদিন মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা এই রাষ্ট্রকে দিতে হবে। মনে রাখতে হবে আদালতের রায় বা কারো দয়ায় এই দেশ স্বাধীনতা অর্জন করেনি। আমরা মুক্তিযুদ্ধের সকল বন্ধুদের চিরকাল সম্মান করবো, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা অপপ্রচার করবে জাতি কোনদিন এদের ক্ষমা করবে না, এটি সকলের মনে রাখতে হবে। আজকে সামান্য কোটা কেন্দ্রীক আন্দোলন খেলা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলে আমাদের প্রতীয়মান হচ্ছে।
আমাদের গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের চেতনার রাজনৈতিক দলের অদূরদর্শীতা আজকে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনাকে দূর্বল করছে, এই সূযোগ কাজে লাগিয়ে নানা কৌশলে স্বাধীনতা বিরোধী শক্তি সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে শক্তিশালী হয়ে উঠতে শুরু করেছে তা বুঝতে হবে সকল মহলকে। আমরা দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির কাছে আহবান জানাই, রাজনীতির হীনমন্যতা পরিহার করে জাতীয় ঐক্যমত গড়তে হবে। আমরা প্রচলিত সকল কোটার সময়পোযোগী সিদ্ধান্ত নেবার দাবি জানাই।
মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেয়া যাবেনা। অনেক হয়েছে আর বাড়তে না দিয়ে আলোচনা করে সমস্যার সমাধানের পথ খুঁজে বের করুন।
১২ জুলাই শ্রক্রবার ২০২৪, সম্মিলিত সামাজিক আন্দোলনের এক সভায় সংগঠনের নেতৃবৃন্দ উপরিউক্ত মন্তব্য করেন। সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজাদ, এ্যাডভোকেট পারভেজ হাসেম, জহিরুল ইসলাম জহির, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ, সামসুল আলম জুলফিকার, সম্পাদক মন্ডলীর সদস্য অলক দাশ গুপ্ত, রেজাউল কবির, বিপ্লব চাকমা, কেন্দ্রীয় নেতা হারুনার রশিদ ভুঁইয়া, এ্যাডভোকেট আওলাদ হোসেন, শাহিন আক্তার, মুনিরুজ্জামন প্রমুখ।