• আপডেট টাইম : 29/06/2024 09:49 PM
  • 417 বার পঠিত
ফাইল ছবি
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

গাজীপুরে অবস্থিত বিএনএস গ্রæপের দুটি কারখানা ন্যাশনাল কেমিক্যাল ম্যানুফেকচারিং কোং এবং এবিকো ইন্ডাস্ট্রিজের শ্রমিকদের যথাক্রমে পাঁচ মাস ও তিন মাসের বকেয়া বেতন এবং ঈদ বোনাস পরিশোধসহ কারখানা চালুর দাবি জানিয়েছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) সভাপতি সহিদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান ।

২৯ জুন শনিবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ এ দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, গত ঈদুল ফিতরের ছুটির পর কারখানা দুটির শ্রমিক কর্মচারীরা যথারীতি কাজে যোগদান করতে আসলে কারখানায় প্রবেশ করতে দেওয়া হয়নি। তখন থেকে অদ্যাবধি মালিক কোন প্রকার আইনের তোয়াক্কা না করে, শ্রমিকদের আইনানুগ পাওনা ও বকেয়া মজুরি না দিয়ে শ্রমিকদের জীবনকে চরম সংকটাপন্ন করে তুলেছে।

শ্রমিকদের পক্ষ  থেকে শ্রম প্রতিমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ও মালিক বরাবর আইনানুগ ভাবে ইতোমধ্যেই আবেদন করে কারখানা চালু ও বকেয়া বেতন পরিশোধের অনুরোধ করা হয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় কেউই বিষয়টি সমাধান করেনি। শ্রমিকদেরকে পরিবার পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। অনেক শ্রমিক পরিবারকে বাড়ীওয়ালা বাড়ী থেকে বের করে দিয়েছে। অনেকের সন্তানের পড়ালেখা বন্ধ হয়ে গেছে।

এমতাবস্থায়, নেতৃবৃন্দ শ্রমিক শিল্প ও জাতীয় স্বার্থে অতিসত্বর বুভুক্ষ শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের জন্য জোর দাবি জানান।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...