গত ঈদের চেয়ে এই ঈদের পরিবহনের ভাড়া তিনগুণ বেড়েছে, আশুলিয়ায় জিরাবো থেকে উত্তরার আবদুল্লাহ আগে ভাড়া ছিল ২৫ টাকা। ঈদের দোহাই নেওয়া হচ্ছে ৫০ টাকা । যার মাধ্যমে গার্মেন্ট শ্রমিকদের উপর জুলুম করা হচ্ছে।
১৬ জুন রোববার কথা হয় গার্মেন্ট শ্রমিক সাবিনা আক্তাকের সাথে। তিনি একটি কারখানায় অপারেটর হিসাবে চাকরি করেন। ঈদে পরিবারের সাথে ঈদ করতে বাড়ি যাচ্ছেন। জীবন যাত্রায় ব্যয় বৃদ্ধির কারণে ভাল নেই শ্রমিক আওয়াজকে জানালেন সাবিনা খাতুন।
তিনি বলেন, ঈদকে সামনে রেখে বাজার দর অনেক বৃদ্ধি পেয়েছে। এর ফলে জীবন যাত্রার ব্যয় বেড়েছে। খরচ সামাল দিয়ে ঈদের তেমন ভাল জামা কাপড় কিনতে পারিনি।
সাবিনা বলেন, গ্রামের বাড়ি ময়মনসিংহ সদরে যাচ্ছি। আব্দুল্লাহপুর থেকে ময়মনসিংহ যেতে আগে ভাড়া লাগতো ১৫০ টাকা। এখন ৪৫০ টাকা।
বাইপাইল, আশুলিৃয়া, আব্দুল্লাহপুরে বাসস্ট্যান্ড গুলোতে যাত্রীবাহী বাসের ভাড়া অধিক হারে নেওয়া হচ্ছে। যা দেখার কেউ নেই। বাস কন্টাক্টররা বাড়তি ভাড়া জায়েজ করতে যুক্তি দাড় করে বলছে, ঈদ উপলক্ষে ভাড়া একটু বেশি নেওয়া হচ্ছে।
এরা আগেরও বাড়দি ভাড়া নিয়ে থাকে। এরা বৃষ্টি হলে ভাড়ায় বাড়ায়, এক সাথে কা্রখানা্ ছুটির দিলে বেশি শ্রমিক দেখলে ভাড়া বাড়া। দেখার কেউ নেই; বলেন সাবিনা।
তিনি জানান, দশ বছর ধরে আশুলিয়ায় গার্মেন্ট কারখানায় কাজ করছি। জীবনের তেমন পরিবর্তন করতে পারিনি। বেতন বৃদ্ধি হলেও কাজের চাপ বৃদ্ধি পেয়েছে। এত বছর চাকরি করার পরও জীবন চালানোই খুব কষ্টের।
খেটে খাওয়া সাধারণ মানুষ জীবন অতি কষ্টে চলছে। যেভাবে খরচ বাড়ে, সেভাবে বেতন বাড়ে না। বাড়তি কাজ করার কারণে শরীরে নানা ধরনের রোগ শোক বাসা বাধে। খরচ বাড়ে। এ কথা বলার জায়গা কোথাও নেই। শুধু কাজ করতে হবে আর বেশি প্রডাকশন দিতে হবে।
বাড়তি ভাড়া দিয়ে যাতায়াত করতে অনেকেরই পকেটে ফাকা হয়ে যাবে। পরিবার পরিজনের জন্য আর খরচ করতে পারবে না। বাড়তি খরচ করলে ঈদের পর হয়তো ঢাকাতে ফেরা হবে না; টাকা সব শেষ হয়ে যাবে। তাই খরচ বাঁচাতে অনেকে বাসের বদলে ট্রাক, ট্রলি বা স্যালো ইঞ্জিনের চালিত ভ্যানে বাড়ি ফিরছেন।