• আপডেট টাইম : 11/06/2024 02:15 PM
  • 158 বার পঠিত
  • শরীফুল ইসলাম,কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন সোমবার বিকেল ৪টায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।


দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহর সভাপতিত্বে সভায় স্বগত বক্তব্য রখেন, দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সরকার আমিরুল ইসলাম।

মতামত তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি সরদার আতিয়ার রহমান আতিক, যুগ্মসাধারণ শরীফুল ইসলাম, নির্বাহী সদস্য মাহফুজুল আলম বাবলু, রাজু আহমেদ, সদস্য আবুল হোসেন, ওস্তাদ ফরিদুল ইসলাম, মোতাছিম বিল্লাহ্ সহ অন্যান্য সদস্যবৃন্দ। সভায় উপজেলা শিল্পকলা একাডেমির সার্বিক উন্নয়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং প্রতি ৩মাস পর সাধারণ সভা ও ২মাস পর নির্বাহী কমিটির সভা করার সিদ্ধান্ত হয়। এছাড়াও দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সদস্য ও আজীবন সদস্য হওয়ার ক্ষেত্রে সাংস্কৃতিক মনা ব্যক্তিসহ বেশ কিছু শর্তারোপের সিদ্ধান্ত হয়। শেষে সভার সভাপতি দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ উপস্থিত সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ শেষ করেন।

সভায় দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির সকল সদস্য উপস্থিত ছিলেন।


সভা শেষে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে জাতীয় পর্যায়ে ক-শাখায় শ্রেষ্ঠ হওয়ায় বিজয় হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো. ওবায়দুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সরকার আমিরুল ইসলাম, অর্থ সম্পাদক ও দৌলতপুর প্রকল্প বস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য ও ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিউদ্দিন সহ অন্যান্য সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...