• আপডেট টাইম : 27/01/2024 03:41 PM
  • 100 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

 

দেশের পোশাক শিল্পে অসাধারণ অবদান রাখার পাশাপাশি জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখছেন তৈরি পোশাক শিল্পের মালিকরা। তাদের মধ্যে ১৮ জন সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত এ সংসদ সদস্যদের সংবর্ধনা দিল তৈরি পোশাক ও বস্ত্র শিল্পের উদ্যোক্তাদের সংগঠন সম্মিলিত পরিষদ।

 

নির্বাচিত ১৮ জন সংসদ সদস্য হলেন বেক্সিমকো , গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, সেপাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টিপু মুনশি, উইশডম অ্যাটায়ার্স লিমিটেডের চেয়ারম্যান এ কে এম সেলিম ওসমান, এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম মুর্শেদী; ফেবিয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা মো. তাজুল ইসলাম, হামিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নসরুল হামিদ, রেনেসাঁ গ্রুপের প্রতিষ্ঠাতা শাহরিয়ার আলম, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম, হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুচ ছালাম; শাশা ডেনিমস লিমিটেডের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ; স্প্যারো গ্রুপের চেয়ারম্যান চয়ন ইসলাম, মণ্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মমিন মণ্ডল, তুসুকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুর রহমান (বাদল), নিপা গ্রুপের চেয়ারম্যান মো. খসরু চৌধুরী, এক্সিস নিটওয়্যার লিমিটেডের দেওয়ান জাহিদ আহমেদ, স্মার্ট গ্রুপের মুজিবুর রহমান ও এ অ্যান্ড এ ফ্যাশন স্যুয়েটারস লিমিটেডের মো. আব্দুল ওয়াদুদ।

সম্মিলিত পরিষদের প্রেসিডেন্ট টিপু মুনশি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিজিএমইএর সাবেক সভাপতি, সম্মিলিত পরিষদের জেনারেল সেক্রেটারি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম, বিজিএমইএর সাবেক সভাপতি ও সম্মিলিত পরিষদের প্রধান নির্বাচন সমন্বয়কারী মো: সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিজিএমইএর সাবেক সভাপতিদের মধ্যে রেদওয়ান আহমেদ, মোস্তফা গোলাম কুদ্দুস, প্রকৌশলী কুতুবউদ্দিন আহমেদ, কাজী মনিরুজ্জামান, এস এ ফজলুল হক, মো. শফিউল ইসলাম মহিউদ্দিন বর্তমান সভাপতি ফারুক হাসান, বিজিইএমএর সিনিয়র সহ-সভাপতি ও সম্মিলিত পরিষদের প্যানেল নেতা এস এম মান্নান (কচি) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...