• আপডেট টাইম : 05/01/2024 03:23 AM
  • 164 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , আশুলিয়া
  • sramikawaz.com


সরকার ঘোষিত নির্ধারিত বর্ধিত মজুরি না পাওয়ায় মহাসড়কে নেমে বিক্ষোভ করেছেন গাজীপুরের ডরিন গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় চন্দ্র-নবীনগর-সাভার সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে শিল্প পুলিশ ও থানা পুলিশ।

৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল সারে ৩ টা থেকে আশুলিয়ার নবীনগর-চন্দ্র সড়কের নবী ট্রেক্সটাইল এলাকায় এ বিক্ষোভ করেন শ্রমিকরা।

খবর পেয়ে গাজীপুর শিল্পপুলিশ ২ কাশিমপুর থানা পুলিশ,আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।

শ্রমিকরা জানান, সম্প্রতি শ্রমিক আন্দোলনের পর সরকার বেতন বৃদ্ধির ঘোষণা দিলেও সে অনুযায়ী বেতন পাননি শ্রমিকরা। এছাড়াও শ্রমিকরা ৩ দিনের ছুটি দাবি করলে তা নাকচ করেন কারখানা কর্তৃপক্ষ। এ নিয়ে বৃহস্পতিবার দুপুরের পর কারখানার ভেতর শ্রমিকদের মধ্যে উত্তাপ সৃষ্টি হয়। এর একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা দলবদ্ধ হয়ে চন্দ্রা- নবীনগর মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন।

কারখানাটির শ্রমিক ইমরুল বলেন, গত ১ তারিখে বেতনের বেসিক দেয় কর্তৃপক্ষ। প্রতি মাসেই আমাদের বেতন কম দেয়। যার কারণে আমরা এই বিক্ষোভ করছি।

স্থানীয়রা বলেন, বিকাল সারে ৩টার দিকে সড়কে এসে কয়েকটি গাড়ি থামিয়ে বিক্ষোভ করেন কয়েকজন পোশাক শ্রমিক। এরপরে তাদের সাথে যোগ হয় আরো কিছু সংখ্যক পোশাক শ্রমিক। অল্প কিছুক্ষণে সড়কে জর হয় দুটি ডরিন গার্মেন্টসের প্রায় কয়েক হাজার শ্রমিক।

সাভার হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) শেখ আবুল হাসান বলেন, শ্রমিকরা সরকার ঘোষিত মজুরীর দাবিতে সড়ক অবরোধ করে রাখছেন। তারা কোন কথা শুনতেছে না।তাদের এখনই মজুরি বুঝিয়ে দিতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর শিল্পপুলিশ, কাশিমপুর থানা পুলিশ আশুলিয়া থানা পুলিশসহ আমরাও আছি।

গাজীপুর শিল্পপুলিশ ২ এর অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক জানান, শ্রমিক অসন্তোষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...