• আপডেট টাইম : 01/12/2023 01:26 PM
  • 583 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ এমপি বলেছেন, আওয়ামী লীগ বড় রাজনৈতিক দল, এ দলে আমার মত অনেকে প্রার্থী হওয়ার যোগ্য। কেউ যদি ডিসিপ্লিন না মানেন, সেক্ষেত্রে দলই সিদ্ধান্ত নিবেন। নৌকার যারা ভোটার তারা নৌকায় ভোট দিবে, নৌকার বাইরে ভোট দিবেনা। তবে আমি নিশ্চিত প্রার্থী আরো ৫জন হোক ১০জন হোক নৌকার বিজয় ঠেকানোর শক্তি দৌলতপুরে কারো নাই।


৩০ নভম্বের বৃহস্পতিবার বিকেল ৩টায় দৌলতপুর সহকারী রিটার্নিং অফিসার ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহর কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল শেষে দৌলতপুর আসনে আওয়ামী লীগ দলীয় একাধিক স্বতন্ত্র প্রার্থী হওয়ায় নৌকা ঝুকিতে পড়ছে কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ এমপি এসব কথা বলেন। এসময় আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


এদিকে সারা দেশের ন্যায় কুষ্টিয়া-১ দৌলতপুর আসনেও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে আওয়ামী লীগ, জাসদ, ওয়াকার্স পার্টি ও ¯^তন্ত্র প্রার্থী সহ মোট ১৩জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৯জন প্রার্থী দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত দৌলতপুর সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন। বাঁকী ৪জন জেলা রিটানির্ং অফিসারের কার্যালয়ে জমা দেন।


দৌলতপুর সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানাগেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতাকারী বিভিন্ন দলের ৯জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ এমপি, জাসদের প্রার্থী শরিফুল কবির স্বপন, ওয়াকার্স পাটির প্রার্থী কমরেড মো. মজিবুর রহমান, জাকের পার্টির প্রার্থী মো. আসাদুজ্জামান উৎপল, মুক্তজোটের প্রার্থী মো. সাজেদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী দৌলতপুর আওয়ামী লীগের সহ-সভাপিত সাবেক এমপি আলহাজ্ব মো. রেজাউল হক চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ফিরোজ আল মামুন, দৌলতপুর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি প্রয়াত আফাজ উদ্দিন আহমেদের বড় ছেলে দৌলতপুর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. নাজমুল হুদা পটল ও স্বতন্ত্র প্রার্থী মো. ফারুক হোসেন।


এছাড়াও কুষ্টিয়া জেলা রিটানির্ং অফিসারের কার্যালয়ে জাতীয় পার্টির প্রার্থী মো. শাহরিয়ার জামিল জুয়েল, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. ফজুলল হক সহ ৪জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...