কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে দৌলতপুর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রয়াত আফাজ উদ্দিন আহমেদের বড় ছেলে দৌলতপুর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল হুদা পটল মনোনয়নপত্র দাখিল করেছেন।
৩০ নভেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় টায় দৌলতপুর সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলাউল হক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফজিলাতুননেছা সহ অন্যান্য স্থানীয় আওয়ামী লীগ দলীয় নেতৃবৃন্দ।