• আপডেট টাইম : 25/11/2023 12:07 AM
  • 169 বার পঠিত
  • লুৎফর রহমান আকাশ
  • sramikawaz.com

ঢাকায় জুরাইন কবরস্থান ও আশুলিয়ার নিশ্চিন্তপুরে নানান কর্মসূচির মধ্য দিয়ে তাজরীন দিবস পালিত হয়েছে। তাজরীন দিবসের শ্রমিক সমাবেশে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রপক্ষের ইচ্ছাকৃত গাফিলতি, অপরাধমূলক অবহেলার কারণে কোনো শ্রমিক হত্যাকারই বিচার হচ্ছে না। নেতৃবৃন্দ একইসাথে অবিলম্বে দ্রæত বিচার, উপযুক্ত ক্ষতিপূরণ, সুচিকিৎসা, পুনর্বাসন এবং নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবি জানান।

আজ ২৪ নভেম্বর ২০২৩, শুক্রবার, সকাল ৮টায় ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন গার্মেন্ট কারখানার সামনে আশুলিয়ার নিশ্চিন্তপুর তাজরীন কারখানার গেটে নিহত শ্রমিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে গার্মেন্ট টিইউসির সভাপতি শ্রমিকনেতা মন্টু ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, সহ-সভাপতি জিয়াউল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান প্রমুখ।
সকাল ৯টায় ঢাকার জুরাইন কবরস্থানে তাজরীন গার্মেন্টের নিহত শ্রমিকদের কবরে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় গার্মেন্ট টিইউসির সহ-সভাপতি শ্রমিকনেতা জলি তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা দুলাল সাহা, মঞ্জুর মঈন, সাইফুল ইসলাম সমীর, হামিদুর রহমান ইকবাল, শাহীন আলম, প্রমুখ।
শ্রমিক সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিচারের দীর্ঘসূত্রিতা বিচারহীনতার নামান্তর। সরকারপক্ষ তাজরীন মালিকসহ অপরাধীদের রক্ষাকর্তার ভ‚মিকায় অবতীর্ণ হয়েছে। নেতৃবৃন্দ অঙ্গীকার ব্যক্ত করে বলেন, যেকোনো মূল্যে সকল শ্রমিক হত্যাকান্রডে বিচার আদায় করা হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, অবিলম্বে তাজরীন গার্মেন্ট শ্রমিক হত্যাকা ন্দাডেয়ী খুনি দেলোয়ারসহ অন্যান্য ব্যক্তিদের জামিন বাতিল করে গ্রেফতার করতে হবে। তাজরীন, রানা প্লাজা, ট্যাম্পাকো, মাল্টিফ্যাবস, সীতাকুন্ড বিস্ফোরণ, বাঁশখালীতে পুলিশের গুলি, সেজান জুসসহ সকল শ্রমিক হত্যাকান্রডে বিচার করতে হবে।
শ্রমিক নেতৃবৃন্দ বলেন, গার্মেন্ট শ্রমিকদের ঘোষিত মজুরি পুনর্বিবেচনা করে মজুরি বৃদ্ধি করতে হবে। একইসঙ্গে চলমান মজুরি আন্দোলনে শ্রমিক হত্যাকান্রডে বিচার করতে হবে। আহতদের সুচিকিৎসা ও নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...