• আপডেট টাইম : 02/11/2023 09:53 PM
  • 178 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

 

ঢাকার মিরপুরে সংঘর্ষের সময় জোসনা নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে গত ৩১ অক্টোবর।

এতে পরদিন পোশাক শ্রমিকরা দিনভর আন্দোলন করে। এরপর বুধবার (১ নভেম্বর) রাতেই নিখোঁজ হওয়া পোশাক শ্রমিক জোসনা বেগমকে রাজধানীর পল্লবী এলাকা থেকে জীবিত উদ্ধার করে র‍্যাব।

২ নভেম্বর বৃহস্পতিবার এ তথ্য জানান র‍্যাব-৪ এর মিডিয়া অফিসার এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী।


তিনি জানান, গত ৩১ অক্টোবর ঢাকা মহানগরীর মিরপুরের একটি সংঘর্ষে জোসনা নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। তাকে হত্যা করে লাশ গুম করা হয়েছে এমন অভিযোগ পাওয়া যায়।

তিনি জানান, র‍্যাব-৪ বুধবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিখোঁজ জোসনা বেগমকে ঢাকা মহানগরীর পল্লবীর কালশী এলাকা থেকে জীবিত উদ্ধার করে। বর্তমানে তিনি নিজ বাসায় সুস্থ ও স্বাভাবিক আছেন এবং র‍্যাব-৪ তার সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

 

এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে নাশকতাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...