• আপডেট টাইম : 30/10/2023 03:32 AM
  • 116 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

লালমনিরহাটে বিএনপির ডাকা হরতাল চলাকালে দলটির নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষের সময় শ্রমিক ইউনিয়নের আহত এক নেতার মৃত্যু হয়েছে।

২৯ অক্টোবর রোববার সকাল ৯টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর বাজার এলাকায় ওই সংঘর্ষ হয়। পরে রোববার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (৪৮)। তিনি লালমনিরহাট সদর উপজেলা লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।


জানা যায়, সংঘর্ষে আরও পাঁচ-ছয়জন আহত হন। এর মধ্যে যাঁদের নাম জানা গেছে তাঁরা হলেন জাহাঙ্গীর আলম, সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, আওয়ামী লীগের কর্মী বিপ্লব ও বাবলু মিয়া। আহত সবাইকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে জাহাঙ্গীর আলম দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাজু আহমেদের অবস্থাও গুরুতর। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানী ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘মহেন্দ্রনগর বাজার এলাকায় হরতাল-সমর্থকদের হামলায় গুরুতর আহত শ্রমিক ইউনিয়নের নেতা জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’


লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমানের দাবি, মহেন্দ্রনগর বাজার এলাকায় বিএনপি-সমর্থকদের হামলায় চারজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে শ্রমিক ইউনিয়নের নেতা জাহাঙ্গীর আলমের হাসপাতালে মৃত্যু হয়েছে। এটাকে খুন বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের এই নেতা।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...