• আপডেট টাইম : 24/05/2023 08:07 PM
  • 345 বার পঠিত
  • মোহাম্মদ বজলুর রহমান বাবলু
  • sramikawaz.com

২৪ মে ২০২৩ বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ বজলুর রহমান বাবলু বলেন, ২৪ মে পোশাক শিল্প শ্রমিকদের মজুরী বৃদ্ধির বিষয়ে সভা করে নিম্নতম মজুরী বোর্ড। আমরা আশা করেছিলাম বর্তমান বাজার মূল্য চুলচেরা বিশ্লেষণ করে নিম্নতম মজুরী বোর্ড আন্তরিকতার সাথে পোশাক শিল্পের শ্রমিকদের জন্য একটি ন্যায্য মজুরী নির্ধারণ করবেন। কিন্তু সভা শেষে কোন সিদ্ধান্তে তারা উপনীত হতে পারেনি। তারা কালক্ষেপনের কৌশল অবলম্বন করছে বলে আমরা মনে করি। তাদের এহেন আচরণে সারাদেশে শ্রমিক সমাজ হতাশ এবং ক্ষুব্ধ।

তিনি বলেন, আমরা পোশাক শিল্পের শ্রমিকদের জন্য সর্বনিম্ন ৬৫% মূল বেতন ধরে মোট বেতন ২২ হাজার টাকা এবং বাৎসরিক ১০% হারে বেতন বৃদ্ধি করা অথবা ব্যাংকের সর্বনিম্ন বেতন কাঠামোর ন্যায় সিদ্ধান্ত নেওয়া দাবি জানাই। দীর্ঘদিন যাবত গার্মেন্টস সেক্টরের শ্রমিক সংগঠনগুলো শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করে আসছে। দ্রুত সময়ের মধ্যে এ দাবি বাস্তবায়ন না হলে এ সেক্টরের শ্রমিকরা হতাশ হয়ে পড়বেন এবং তাদের প্রতিবাদ তীব্র আকার ধারণ করতে পারে। ফলে পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। তাই বিষয়টি অতি গুরুত্বের সাথে জরুরি ভিত্তিতে সমাধানের দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...