• আপডেট টাইম : 26/01/2023 10:00 PM
  • 219 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসনের মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘মাদকাসক্ত দূর করতে সামাজিক সচেতনতাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ বিতর্কের বিষয় নিয়ে মঙ্গলবার দিনব্যাপী উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর সহকারী কমমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম। উপস্থিত ছিলেন দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসার সরদার মো. আবু সালেক সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। বিতর্ক প্রতিযোগিতায় দৌলতপুর কলেজ সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় দৌলতপুর কলেজের বাংলা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী সানজিদা আক্তার আঁখি প্রথম ও শাহীন রেজা দ্বিতীয় এবং একই কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মনিসা তৃতীয় স্থান অধিকার করে। শেষে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের সভাপতি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...