• আপডেট টাইম : 03/01/2023 06:31 PM
  • 412 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে হেলাল উদ্দিন (২৫) নামের এক ওয়ার্কশপ শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার ৩ জানুয়ারি সকাল ৯টার দিকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হেলাল উপজেলার সিংজানী গ্রামের মৃত কফিল উদ্দিন সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার বিকেলে কুন্দারহাটে জাহাঙ্গীর ওয়েল্ডিং ওয়ার্কশপে কাজ করছিলেন হেলাল। একপর্যায়ে কেমিক্যালের ড্রাম কাটতে গেলে সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হন হেলাল। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...