• আপডেট টাইম : 25/11/2022 05:05 AM
  • 292 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

মালদ্বীপের রাজধানী মালেতে গাড়ি মেরামতের গ্যারেজের আগুনে মারা যাওয়া আট ভারতীয় নাগরিকের মরদেহ নিজ দেশে পাঠানো হয়েছে। দেশটিতে ভারতীয় হাইকমিশন বৃহস্পতিবার এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে।

গত ১০ নভেম্বর রাজধানীর ইস্কান্দার মাগুতে ওই গাড়ি মেরামতের গ্যারেজের আগুনে দুই বাংলাদেশিসহ ১১ শ্রমিক নিহত হন। আহত হন আরও অনেকে। দেশটির ফায়ার সার্ভিস জানায়, ভবনটিতে বিদেশি শ্রমিকেরা গাদাগাদি করে থাকতেন। চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


মালদ্বীপে বিদেশি শ্রমিকদের যে শর্ত রয়েছে তার সমালোচনা করেছে দেশটির রাজনৈতিক দলগুলো। দেশটিতে দক্ষ লোকদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার নাগরিক।

ওই ভবনের নিচতলায় একটি গাড়ি মেরামতের গ্যারেজ ছিল। যেখান থেকে আগুনের সূত্রপাত। ভবনের প্রথম এবং দ্বিতীয় তলায় অভিবাসী শ্রমিকরা থাকতেন।

আগুনে ১০ জন অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। এরমধ্যে পাঁচ পুরুষ ও তিন নারীসহ আটজন ভারতীয় এবং দুই বাংলাদেশি নারী-পুরুষ। অগ্নিকাণ্ডে অন্য এক বাংলাদেশি পুরুষও গুরুতর আহত হয়েছেন। তিনি চিকিৎসাধীন আছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...