• আপডেট টাইম : 15/11/2022 12:53 AM
  • 263 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

ভারতের মিজোরাম রাজ্যে একটি পাথর কোয়ারির মাটি ধসে আটজন শ্রমিক নিহত হয়েছেন। এখনও চার শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। সোমবার ১৪ নভেম্বর মিজোরামের রাজধানী আইজল থেকে ১৬০ কিলোমিটার দূরে দক্ষিণ মিজোরামের হ্নাথিয়াল জেলায় ঘটে এ ঘটনা।

দুর্ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উদ্ধারকর্মীরা। উদ্ধারকাজে অংশ নেন স্থানীয় স্বেচ্ছাসেবকরাও। একাধিক মেডিকেল টিমও যোগ দেয় তাদের সঙ্গে।

মঙ্গলবার ১৫ নভেম্বর সকালে ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। হ্নাথিয়াল পুলিশ সুপার বিনীত কুমার জানান, সোমবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এসময় শ্রমিকরা খনি থেকে পাথর তোলার কাজ করছিলেন। হঠাৎই মাটি ধসে পড়ে। দুর্ঘটনার পর অনেকে খনি থেকে বের হতে পারলেও আটকা পড়েন অন্তত ১২ জন।

জেলার উপ-কমিশনার আর. লালরেমসাঙ্গা জানিয়েছেন, ভুক্তভোগীদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। বাকিদের উদ্ধারে অভিযান চলছে বলেও জানান তিনি।

জানা গেছে, মিজোরামে একটি হাইওয়ে তৈরির কাজ হচ্ছে। সেকারণে বড় পাথর সংগ্রহের কাজ চলছিল সেখানে।

সূত্র: হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...