• আপডেট টাইম : 12/11/2022 01:14 AM
  • 257 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

আগামী ২০ নভেম্বর ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর শুরু হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। বিশাল এই আয়োজনে দারুণ রুপে সেজেছে কাতার। দেশটির পাঁচটি শহরে আটটি স্টেডিয়াম সাজানো হয়েছে নান্দনিকতার ছোঁয়ায়।

তবে, এসব নান্দনিক স্থাপনা তৈরিতে ঘাম ঝরেছে অভিবাসী শ্রমিকদের। পশ্চিমা বিশ্বের অভিযোগ, বিশ্বকাপের স্থাপনা তৈরিতে অভিবাসী শ্রমিকদের অধিকার লঙ্ঘন করেছে কাতার। তাদের পারিশ্রমিক কম দেওয়া, ন্যায্য পাওনা পরিশোধ না করা, তাদের সঙ্গে অমানবিক আচরণ করাসহ নানা অভিযোগ কাতার কর্তৃপক্ষের বিরুদ্ধে। বেশ কিছু শ্রমিক নিহতও হয়েছেন বিশ্বকাপের অবকাঠামো তৈরির সময়।

ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে বিষয়টি নিয়ে তুমুল প্রতিবাদ হয়েছে। এছাড়া বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকেও কাতারের অভিবাসী শ্রমিকদের অধিকারের বিষয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছে।

বিশ্বকাপের স্টেডিয়ামসহ নানা অবকাঠামো তৈরিতে নিরলস পরিশ্রম করা মানবাধিকার বঞ্চিত অভিবাসী শ্রমিকদের সঙ্গে দেখা করবে নেদারল্যান্ড স্কোয়াড। অবহেলিত এবং সুবিধাবঞ্চিত শ্রমিকদের জন্য এ যেন বাড়তি পাওয়া।

শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, স্টেডিয়ামগুলোতে একই সঙ্গে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের গরমে যেন বিশ্বকাপ প্রশ্নবিদ্ধ না হয়, এ কারণে প্রতিটি স্টেডিয়াম শীতাতপনিয়ন্ত্রিত এবং পরিবেশবান্ধব বলে জানিয়েছেন আয়োজকরা।

শুক্রবার (১১ নভেম্বর) নেদারল্যান্ড স্কোয়াডের কোচ লুইস ফন গাল অভিবাসী শ্রমিকদের সঙ্গে দেখার করার বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, আগামী ১৭ নভেম্বর নেদারল্যান্ড ফুটবল দল ২০ জন অভিবাসী শ্রমিকের সঙ্গে দেখা করবে। তাদের অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেবেন তারা। শুধু তাই নয় খেলোয়াড়দের একটি অনুশীলন সেশনে উপস্থিত থাকার সুযোগও পাবেন শ্রমিকরা।

রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন বা ডাচ এফএ (কেএনভিবি) হলো বিশ্বের কয়েকটি ফুটবল অ্যাসোসিয়েশনের মধ্যে একটি, যারা কাতারে অভিবাসী শ্রমিকদের অধিকার ও কাজের পরিবেশ নিয়ে সমালোচনা করে আসছে। কাতারের ৩ লাখের মতো মানুষের অধিকাংশই অভিবাসী।

গতবছর, মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদনে কাতারের অভিবাসী শ্রমিকদের দুর্দশার চিত্র উঠে আসে। যদিও বরাবরের মতোই সে অভিযোগ অস্বীকার করে কাতার সরকার। লুইস ফন গাল বলেছেন, ‘অভিবাসী শ্রমিকদের ভয়াবহ অবস্থার দিকে মনোযোগ দিতেই আমাদের এই সাক্ষাৎকার।’

চলতি বছরের শুরুর দিকে ফন গাল বলেছিলেন, ‘কাতারে বিশ্বকাপ খেলার আয়োজন হাস্যকর।’ সে সময় তিনি অভিযোগ তোলেন, শুধু অর্থ ও বাণিজ্যিক কারণে ফিফা টুর্নামেন্টটি উপসাগরীয় দেশটিতে নিয়ে যাচ্ছে।

আসন্ন কাতার বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করেছে নেদারল্যান্ড। শুক্রবার ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করে দেশটি। লিভারপুলের ডিফেন্ডার ফন ডাইককে অধিনায়ক করে ঘোষণা করা হয়েছে ডাচদের বিশ্বকাপ দল। ২০১০ বিশ্বকাপে ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে গিয়ে রানার আপ হয় ডাচ দলটি।

এবারের বিশ্বকাপে ‘এ’ গ্রপে রয়েছে নেদারল্যান্ডস। গ্রুপের অন্যদলগুলো হলো স্বাগতিক কাতার, সেনেগাল ও ইকুয়েডর। ২১ নভেম্বর সেনেগালের বিপক্ষে মাঠে নেমে বিশ্বকাপ অভিযান শুরু করবে নেদারল্যান্ডস।

সূত্র: ইএসপিএন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...