• আপডেট টাইম : 26/10/2022 04:35 PM
  • 405 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

রাজধানীর কামরাঙ্গীরচর ঝাউলাহাটি এলাকায় ব্যাগ তৈরির কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হেলাল উদ্দিন তালাল (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী মোক্তার হোসেন জানান, আমরা কামরাঙ্গীরচর ঝাউলাহাটি এলাকায় আবুল কাশেমের ব্যাগ ও ট্রলি কারখানায় কাজ করি। ইলেকট্রিক মেশিনে সেলাইয়ের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়। প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দ্রুত ঢামেকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি, ব্রাহ্মণবাড়িয়া জেলার, নাসিরনগর থানার হরিপুর গ্রামের আলী আকবরের সন্তান। বর্তমানে কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি ওই কারখানায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...