• আপডেট টাইম : 24/09/2022 07:46 PM
  • 469 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হয়েছেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন ও শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হয়েছে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল জব্বার। কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা, কর্মচারী বাছাই কমিটি স্বাক্ষরিত তালিকাপত্রে তাঁদের নাম উল্লেখ রয়েছে। শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা, কর্মচারী বাছাই কমিটির সভাপতি কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবর রহমান এবং সদস্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. শারমিন আখতারসহ কমিটির অন্যান্য সদস্যগণের স্বা¯ক্ষরিত বিভিন্ন ক্যাটাগরি ও বিভাগে জেলার ১৪জন শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা, কর্মচারী নির্বাচিত হোন। সততা ও কর্মদক্ষতাসহ সবক্ষেত্রে দৌলতপুর উপজেলা চেয়ারম্যান ও দৌলতপুর ইউএনও শ্রেষ্ঠ বিবেচিত হওয়ায় তাঁরা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। এরআগে ২০২১-২০২২ অর্থবছরে জেলা প্রশাসক কতৃক শুদ্ধাচার পুরুস্কার অর্জন করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার। পর পর দু’টি পুরুস্কারে ভূষিত হওয়ায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার আজ শনিবার স্থানীয় গণমাধ্যম কর্মীদের বলেন, যে কোন পুরুস্কারই কাজের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধ বাড়িয়ে দেয়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। সবার সহযোগিতা নিয়ে আগামীতে আরো ভাল কিছুর করার চেষ্টা করবো।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...