• আপডেট টাইম : 16/09/2022 11:04 PM
  • 281 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক :
  • sramikawaz.com

করোনা মহামারি কাটিয়ে উঠার আগেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে নিত্যপণ্যের দাম বাড়ায় শ্রমিকদের কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় তিনি বলেন, শ্রমিকদের ঘামের মূল্য রক্তের চেয়ে কম নয়।
শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি যৌক্তিক জানিয়ে তিনি বলেন, এজন্য একটি কমিশন গঠন করে গবেষণার মধ্য দিয়ে যৌক্তিক মজুরি নির্ধারণ প্রয়োজন।
আজ ১৬ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের মিডিয়া কমপ্লেক্স মিলনায়তনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ১৬তম দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
টিপু মুনশি বলেন, ‘শ্রমিকদের ঘামের মূল্য রক্তের মূল্যের চেয়ে কম নয়। শ্রমিক এবং মালিকদের আন্তরিক প্রচেষ্টায় আজ তৈরি পোশাক খাত বর্তমান অবস্থানে এসেছে। শ্রমিক ও মালিক উভয়ের স্বা¯র্থ নিশ্চিত হওয়া প্রয়োজন। এজন্য শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হবার পাশাপাশি পণ্যের উপযুক্ত মূল্যও নিশ্চিত হওয়া দরকার। প্রতিষ্ঠান টিকিয়ে রাখার জন্য এ দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ।’
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার প্রভাব বাংলাদেশেও পড়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘শ্রমিকদের কষ্ট হচ্ছে, শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি যৌক্তিক। এজন্য মজুরি কমিশন গঠন করে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, পণ্যের মূল্য, উৎপাদন ব্যয়—সার্বিক দিকগুলো নিয়ে একটি গবেষণা হওয়া প্রয়োজন। যেটা যৌক্তিক মজুরি সেটাই হওয়া প্রয়োজন।’
শ্রমিক সংগঠনের নেতাদের দায়িত্বশীল হবার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, ‘তাদের শ্রমিকদের স্বা¯র্থ এবং মালিকেরস্বা র্থ দুটোই দেখতে হবে। প্রতিষ্ঠান বেঁচে না থাকলে শ্রমিক মালিক কেউ বাঁচবে না। সবাইকে প্রতিষ্ঠানের স্বা¯র্থে কাজ করতে হবে।’
তবে শ্রমিক সংগঠনগুলো শ্রমিকদেরস্বা র্থেই হওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। টিপু মুনশি বলেন, ‘শ্রম আইন অনুযায়ী শ্রমিক সংগঠন হবে, এটাইস্বা ভাবিক। আমি আশা করব উভয় পক্ষই দায়িত্বশীল হবেন। সরকার শ্রমিক ও মালিকদের প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।’
বাংলাদেশের অর্থনীতির শক্তভিত্তিতে শ্রমিকদের অবদান অনেক বলেও মন্তব্য করেন মন্ত্রী। বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে তেল, ডাল, চিনিসহ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্য টিসিবির মাধ্যমে বিক্রয় করা হচ্ছে। এর সাথে চালও যুক্ত করার প্রক্রিয়া চলছে। এতে দেশের প্রায় পাঁচ কোটি মানুষ উপকৃত হচ্ছেন।’
এ তালিকায় তৈরি পোশাক খাতের শ্রমিকদের একটি অংশকেও অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলমান আছে বলে জানান তিনি। বলেন, ‘তা সম্ভব হলে আমি খুবই খুশি হব।’
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক ছিলেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...