• আপডেট টাইম : 13/09/2022 05:12 PM
  • 402 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ার খোকসায় সাপের কামড়ে বৌ শাশুড়ীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে নববধূ কামরুন্নাহার (১৮) ও তার শাশুড়ী জয়নব বেগম (৪৮) চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা যান।
খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের চেয়ারম্যান সাকিব খান টিপু জানান, মামুদানীপুর গ্রামে সোমবার রাত ২টার দিকে ঘুমন্ত অবস্থায় হাবিবুল বাহারের স্ত্রী নববধূ কামরুন্নাহারের কোমরেও তার শাশুড়ী জয়নব বেগমের হাতে বিষাক্ত সাপে দংশন করে বা কামড় দেয়। স্থানীয় ওঝা দিয়ে সাপের বিষ নামামোর অপচেষ্টায় ব্যর্থ হয়ে আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে তাদের খোকসা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় আশংকজনক অবস্থায় দুই নারীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে প্রথমে নববধূ কামরুন্নাহার ও পরে সকাল ১০টার দিকে তার শাশুড়ী জয়নব বেগম মারা যান। জয়নব বেগম আব্দুস ছাত্তারের স্ত্রী। ৬ মাস পূর্বে তার ছেলে হাবিবুল বাহারের সাথে কামরুন্নাহারের বিয়ে হয়। হাতের মেহেদী রং মুছার আগেই সর্প দংশনে কামরুন্নাহারের প্রাণ গেল। সেইসাথে তার শাশুড়ীরও।
খোকসা থানার ওসি সৈয়দ আশিকুজ্জামান সাপের কামড়ে নববধূ ও তার শাশুড়ীর মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, রাতে ঘুমন্ত অবস্থায় বৌ ও শাশুড়ীকে বিষাক্ত সাপে কামড় দেয়। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...