• আপডেট টাইম : 05/09/2022 05:26 PM
  • 394 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে ডাল কাটতে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হক (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে মধ্যপাড়া ইউনিয়নের উত্তর দিঘিরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হক উত্তর মধ্যপাড়া গ্রামের মৃত সিদ্দিক তালুকদারের ছেলে।

সিরাজদিখান ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. মনির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাছের পাশে বৈদ্যুতিক লাইনের তার ছিল। অসতর্কতাবশত ওই তারে স্পর্শ লাগলে আব্দুল হক বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে গাছে ঝুলে থাকে অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আব্দুল হকের মরদেহ গাছ থেকে নামানোর ব্যবস্থা করেন।

সিরাজদিখান থানার পরিদর্শক আজগর হোসেন জানান, মরদেহের সুরতহাল করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...