• আপডেট টাইম : 20/08/2022 11:56 PM
  • 309 বার পঠিত
  • প্রেস বিজ্ঞপ্তি
  • sramikawaz.com

ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আসাদুল্লাহ তারেক অত্যন্ত ক্ষোভ এর সাথে লক্ষ্য করেছেন যে ,দেশের ২৪১টি চা বাগানের শ্রমিকরা দৈনিক মজুরি নূন্যতম ৩০০ টাকা নির্ধারণের জন্য আজ ১২ দিন যাবত আন্দোলন করে আসছে। অথচ চা বাগান মালিকরা শ্রমিকদের দাবির বিষয়ে নিশ্চুপ হয়ে আছে। সরকারও কোন কার্যকর ভূমিকা গ্রহন করছে না।
নেতৃবৃন্দ বলেন বর্তমান চা শ্রমিকদের ১২০ টাকা মজুরি দিয়ে আজ দূর্মুলের বাজারে পরিবার পরিজন নিয়ে প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও পুষ্টি থেকে বঞ্চিত হয়েছে, যা সভ্য সমাজে কাম্য হতে পারে না। মালিক পক্ষ কতৃক সাড়াদিন খাটানোর পর এক জন শ্রমিককে বর্তমান সময়ে ১২০ টাকা মজুরি প্রদান অমানবিক। কাজেই চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকার দাবি মেনে নেওয়ার জন্য চা বাগান মালিকদের আহবান জানাচ্ছি এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...