• আপডেট টাইম : 15/08/2022 01:37 PM
  • 285 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

আজ জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকরা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ পরিবারের লোকজনকে হত্যা করেছিল। জীবনের বেশি সময় ধরে বাঙালীর স্বাীনতার জন্য যে মানুষটি জেল খেটেছিলেন, নির্যাতন সহ্য করেছিলেন। সেই মানুষটিকে পরাজিত দেশি-বিদেশি শক্তি মিলে হত্যা করেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব এ দেশের মানুষের রাজনৈতিক , অর্থ নৈতিক ও সামাজিক মুক্তির জন্য লড়াই করেছিলেন।

পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালীকে মুক্ত করেছিল। সেই মানুষটিকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতাকে অর্ত হীন করতে চেয়েছিল। কিন্তু পরাজিত সেই শক্তির চেষ্টা ব্যর্থ  হয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পরাজিত শক্তির সেই ইচ্ছা ব্যথ করে দিয়েছেন। স্বাধীনতার মহান আদর্শে এদেশের মানুষকে নতুন শক্তিতে ঐক্যবদ্ধ করেছেন। দেশ এগিয়ে চলেছে স্বাধীনতার চেতনায়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...