• আপডেট টাইম : 06/08/2022 04:08 AM
  • 355 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

শনিবার পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকের পর নতুন করে দূরপাল্লায় কিলোমিটার প্রতি বাস ভাড়া ৪০ পয়সা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ টাকা ২০ পয়সা। যা আগে ছিল ১ টাকা ৮০ পয়সা।

রাজধানীসহ সব মহানগরে এই ভাড়া বাড়ানো হয়েছে কিলোমিটারে ৩৫ পয়সা করে। এই বৃদ্ধির পর মহানগরীতে যাত্রীদের বাস ভাড়া কিলোমিটারপ্রতি গুণতে হবে আড়াই টাকা।

বৈঠকের পর বিয়আরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মাদ মজুমদার নতুন ভাড়া নির্ধারণের তথ্য জানান। তিনি জানান, জ্বালানি তেলের মূল্য ৪২ শতাংশ বাড়ানোর পর বাসের ক্ষেত্রে এই ভাড়া নির্ধারণ করা হয়েছে।

সেই হিসাবে এখন দূরপাল্লায় বাস ভাড়া বাড়ল ২২ শতাংশ এবং মহানগরীর মধ্যে সেটি ১৬ দশমিক ২৭ শতাংশ।

সড়ক পরিবহন সচিব এ বিএম আমিন উল্লাহ নুরী বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। যে কোনো দেশের চেয়ে জ্বালানি তেলের মূল্য কম। তেলের মূল্য বৃদ্ধি পেলে আমরা স্টেক হোল্ডাররা বসে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেই।’

পরিবহন মালিকদের ধন্যবাদ জানিয়ে সরকারের এই আমলা বলেন, ‘মূল্যবৃদ্ধির পরও তারা যানবাহন চালিয়েছে সারা দেশে। তারা ধর্মঘটে যায় নাই। ভাড়া যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্টা করছি। ভাড়া সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছি।’

বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মাদ মজুমদার সাংবাদিকদের বলেন, ‘মূল্য নির্ধারণ কমিটি যাবতীয় কস্টিং এবং তেলের মূল্য বৃদ্ধির বিষয়টা বিবেচনা করে ভাড়া পুনর্নির্ধারণের ব্যাপারে একমত হয়েছি।’

এ জন্য সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের অনুমতি নেয়া হয়েছে বলে জানান।

তিনি বলেন, ‘আগে দূরপাল্লার ভাড়া ছিল কিলোমিটার প্রতি ১ টাকা ৮০ পয়সা৷ প্রস্তাব করেছি ২ টাকা ২০ পয়সা। যা মন্ত্রী মহোদয় কর্তৃক অনুমোদিত। ভাড়া পুনর্নির্ধারণ করা হলো ২ টাকা ২০ পয়সা।’

ঢাকা ও চট্টগ্রামের বাস ভাড়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আগে ছিল কিলোমিটার প্রতি ২ টাকা ১৫ পয়সা এখন ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ডিটিসিএ আওতাভুক্ত জেলাগুলোত ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ টাকা ৪০ পয়সা৷’

এর বাইরে বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ১০ ও ৮ টাকা, যা আগেরটাই বহাল আছে। নতুন এ ভাড়া সোমবার থেকে কার্যকর হবে বলে জানান তিনি।

গত বছরের নভেম্বরে একবার জ্বালানির মূল্যবৃদ্ধি করে সরকার। সে সময় তিন দিন বাস বন্ধ রাখার পর সরকার ও পরিবহন মালিকরা বৈঠকে সিদ্ধান্ত নেয় ভাড়া বাড়ানোর।

সে সময় দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারপ্রতি ১ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে করা হয় ১ টাকা ৮০ পয়সা। আর মহানগরে বড় বাসের ক্ষেত্রে ১ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে হয় ২ টাকা ১৫ পয়সা। আর মিনিবাসে তা ১০ পয়সা কম করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...