• আপডেট টাইম : 22/07/2022 03:35 PM
  • 366 বার পঠিত
  • শরীফুল ইসলাম,কুষ্টিয়া
  • sramikawaz.com

 

সারাদেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরেও ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের একখন্ড জমি ও ঘর প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় দৌলতপুরে তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে ৫০জন ভূমিহীন ও গৃহহীনদের হাতে জমি ও ঘরের চাবি তুলে দেওয়া হয়।
২১ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ ভূমিহীন ও গৃৃহহীনদের হাতে প্রধানমন্ত্রীর উপহারের জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজ¯^) মো. সিরাজুল ইসলাম, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু ও দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নানসহ উপজেলা পিরিষদের বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত সুধীজন। \

এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ২৬ হাজার ২৯৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...