• আপডেট টাইম : 13/07/2022 10:03 PM
  • 416 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com

‘উৎসবের আমেজে মিলব সবাই একসাথে, ছুটে এসো প্রাণের টানে স্মৃতির বিদ্যাপীঠে’ এই ¯েøাগানে কুষ্টিয়ার দৌলতপুরের বাহিরমাদী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গৌরবময় ৫০বছর সুবর্ণ জয়ন্তী উৎসব।

এ উপলক্ষে ১২ জুলাই মঙ্গলবার বিকাল ৫টায় আলোচনা সভার আয়োজন করা হয়। বাহিরমাদী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. হাসানুল আসকার হাসু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, সাবেক এমপি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি প্রফেসর ডা: এস এম মুস্তানজীদ, সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেলিম তোহা, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেন, সরকার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। সে অনুযায়ী সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর থেকে মাধ্যমিকে একমুখী শিক্ষা চালু করা হবে।
এর আগে সকালে বাহিরমাদী মাধ্যমিক বিদ্যালয়ের সবর্ণজয়ন্তী উপলক্ষে বর্নাঢ্য আনন্দ র‌্যালীর আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেয়। আলোচনা শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে দেশ বরেণ্য শিল্পীবৃন্দ।

কুষ্টিয়া।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...