• আপডেট টাইম : 14/06/2022 06:19 PM
  • 442 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

দিনাজপুরে বিভিন্ন ধরনের চালকল এবং পঞ্চগড়ের তেঁতুলিয়া এলাকায় পাথর ক্রাশিং এ শিশুশ্রম নেই। যা এসডিজির লক্ষ্যমাত্রা অনুযায়ী শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গড়তে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে ১২ এবং ১৩ জুন দিনাজপুর সদরের বিভিন্ন চালকল এবং পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া, ভজনপুর, বাংলাবান্ধা এলাকায় করতোয়া ও ডাহুক নদীতে সামান্য পাথর উত্তোলন এবং আমদানী করা পাথর ক্রাশিং এ পুরুষের পাশাপাশি অসংখ্য নারী শ্রমিক কাজ করলেও শিশুশ্রম দেখা যায়নি।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিশুশ্রম নিরসনের বিকল্প নেই। শিশুশ্রম নিরসন করে শিশুদের সামাজিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রতিবারের ন্যায় এবারো আইএলও, ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশীয় বেসরকারি সংস্থার সাথে সমন্বয় করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন করেছে। দিবসটি উপলক্ষ্যে এদিন শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বিভাগীয় ও জেলা পর্যায়ে শিশুশ্রম নিরসনে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করে।

দিনাজপুর সদর এবং বীরগঞ্জের বিভিন্ন অটো রাইচ মিল, হট ফ্লু মিল এবং হাসকিং মিল সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায় কায়িক পরিশ্রমের কাজ হওয়ায় এ খাতে আগে থেকেই শিশুশ্রমের পরিমাণ কম ছিলো। এলাকার মানুষের জীবনমানের উন্নয়ন, বাবা-মায়ের সচেতনতা বৃদ্ধি এবং সরকারের শিশুশ্রম নিরসনমূলক প্রচারণার কারণে চাল উৎপদন খাতে এখন শিশুশ্রম নাই। দিনাজপুরের ১৩টি উপজেলায় দুই হাজারের কাছাকাছি চাল কল রয়েছে। এগুলো হচ্ছে অটো রাইস মিল, হট ফ্লু মিল, মেজর মিল ও হাসকিং মিল। দিনাজপুর সদর, বীরগঞ্জ ও বোচাগঞ্জ উপজেলায় সব চেয়ে বেশী চাল কল রয়েছে।


অন্যদিকে কৃষি জমি ও ভূ-প্রকৃতি নষ্ট, পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতি বিবেচনায় সরকার পঞ্চগড়ের তেঁতুলিয়াসহ দেশের বিভিন্ন স্থানে পাথর কোয়ারী, ব্যক্তিমালিকানাধীন সমতল জমি, কৃষি জমি নদীর মাটি খুঁড়ে থেকে পাথর উত্তোলন বন্ধ রেখেছে। তেঁতুলিয়া এলাকায় স্থানীয় লোকজনের কাছে জানা যায় পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন বন্ধ। তবে করতোয়া এবং এবং ডাহুক নদীতে দু’চারজন লোক কিছু পাথর তুললেও সেখানে কোন শিশু এ কাজে নেই। তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা এলাকায় আমদানী করা পাথর ভাঙ্গার কাজে হাজার হাজার শ্রমিক কাজ করলেও সেখানে শিশুশ্রম দেখা যায়নি। এ এলাকার পাথর ক্রাশিং শিশুশ্রমমুক্ত, যা শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গড়তে ইতিবাচক ভূমিকা রাখবে।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০২৫ সালের মধ্যে দেশের সকল সেক্টর থেকে শিশুশ্রম মুক্ত করতে আন্তরিকভাবে কাজ করছে সরকার। তবে এ বিষয়ে বৈশ্বিক সহায়তা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্য বাস্তবায়নে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বদ্ধপরিকর।

বাংলাদেশ সংবিধানে জবরদস্তিমূলক শ্রম এবং বাংলাদেশ শ্রম আইনের ৩৪ ধারাতে শিশুশ্রম নিষিদ্ধ করা হয়েছে। কাজে যোগদানের ন্যূনতম বয়স সম্পর্কিত আইএলও কনভেনশন ১৩৮ অনুসমর্থন করেছে বাংলাদেশ। শিশুশ্রম নির্মূল সংক্রান্ত জাতীয় কর্মপরিকল্পনা (২০২১-২৫) প্রণয়ন করা হয়েছে। সারাদেশে শিশুশ্রম নিরসন প্রক্রিয়া জোরদারকরণ এবং শিশুশ্রম নিরসন তদারকি করার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শিশুশ্রম নিরসন বিষয়ক শাখাকে ইউনিটে রূপান্তরিত করার পরিকল্পনার করছে মন্ত্রণালয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...