চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে কাটা বয়লারে চাপা পড়ে মো. বুলবুল ইসলাম (৩৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুন) দুপুর ১২টার দিকে শীতলপুর চৌধুরীঘাটা এলাকার সাগরিকা শিপ ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
বুলবুল নওগাঁর মান্দা থানার নলকৈড় গ্রামের মো. মমতাজের ছেলে বলে জানা গেছে।
নিহতের সহকর্মী মফিজুল ইসলাম জানান, ইয়ার্ডে জাহাজ কাটার সময় দুর্ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে জাহাজের একটি অ্যালুমিনিয়ামের ভারি বয়লার কেটে নামানোর সময় ছিঁটকে পড়ে।
তিনি জানান, এসময় তিনি চাপা পড়েন। তার মাথা থেঁতলে কাঁধের সাথে লেপ্টে যায়। পরে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
চমেক হাসপাতালে জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন জানান, শীতলপুরের সাগরিয়া শিপ ইয়ার্ডে নিহত বুলবুল নামে একজনের মরদেহ আনা হয়েছে। মরদেহ হাসপাতালের মরচুয়ারিতে রাখা হয় বলে জানান তিনি।