• আপডেট টাইম : 08/06/2022 05:38 PM
  • 434 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে সীতাকুণ্ডে বি এম কন্টেইনার ডিপোর ভয়াবহ অগ্নি-দূর্ঘটনায় আহত ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আজ পর্যন্ত এক’শ ৪ জন শ্রমিককে ৫০ হাজার টাকা করে ৫২ লাখ টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাসুদ করিম ০৬ জুন চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিতসাধীন ৬৩ শ্রমিকের প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তার চেক তুলে দেন। গতকাল এবং আজ সকালে সকালে আরো প্রায় ৩৪ জন শ্রমিককে এ সহায়তার চেক প্রদান করা হয়। এছাড়া আজ বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক গোপাল কৃষ্ণ ঘোষ শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে এ দূর্ঘটনায় আহত ৭ শ্রমিককে এ সহায়তা প্রদান করেন। এ দূর্ঘটনায় আহত চিকিৎসাধীন সকল শ্রমিক পর্যায়ক্রমে এ সহায়তা পাবেন।

এর আগে শ্রম প্রতিমন্ত্রী স্মরণকালের এ ভয়াবহ দূর্ঘটনায় যেসকল শ্রমিক নিহত হয়েছেন তাদের প্রত্যেক পরিবারকে শ্রম মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে ২ লাখ টাকা এবং যারা আহত হয়েছেন তাদের প্রত্যেককে চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে ৫০ হাজার টাকা করে সহায়তার ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...