শ্রমিকের জীবন নির্বাহে খরচের কথা বিবেচনা করে শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালহ - সিপিডি। ‘বাংলাদেশের অর্থনীতি ২০২১-২২: তৃতীয় আন্তবর্তীকালিন পর্যালোচনা’ অনুষ্ঠানে আলোচকরা এ যুক্তি তুলে ধরেন।
আজ রোববার দুপুরে সিপিডির ধানমন্ডীর কার্যালয়ে এ পর্যালোচনা অনুষ্ঠান হয়। সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সঞ্চালনায় সম্মাননীয় ফেলে ড. মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক খোন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ বক্তব্য রাখেন।
ড. ফাহমিদা খাতুন বলেন, ৫ শতাংশ বৃদ্ধি করা হয় ৫ বা ৬ শতাংশ হারে মূল্যস্ফীতির বিষয়টিকে বিবেচনা রেখে। কিন্তু এখন মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশ নয়। প্রকৃত মূল্যস্ফীতি যদি দ্বিগুন হয় তাহলে ৫ শতাংশ হারে মজুরি বৃদ্ধি করে শ্রমিকদের বৃদ্ধি পাওয়া জীবন নির্বাহের খরচ সামাল দেওয়া যাবে না। মূল্যস্ফীতি ও অন্যান্য কারণগুলো বিবেচনায় নিলে মজুরি সমš^য়ের বিষয়টি খুবই যৌক্তিক।
সিপিডি’র গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেম বলেন, বাজারমূল্যের সাথে তুলনা করলে বর্তমান মজুরি যথেষ্ট নয়। মূল্যস্ফীতি বেড়েছে। একই সময়ে রপ্তানি আয় বেড়েছে। রপ্তানি মূল্যও বেড়েচে। সামগ্রিক বিবেচনায় নিয়ে শ্রমিকদের মজুরি সমš^য়ের সময় এসেছে।