• আপডেট টাইম : 03/06/2022 10:43 AM
  • 493 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

 

পুঁজিবাজারের তালিকাভুক্ত হওয়ার দুই বছরের মাথায় মালিকানা পরিবর্তন হচ্ছে বস্ত্র খাতের কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেডের। ২০১৯ সালে তালিকাভুক্ত এই কোম্পানিটির শেয়ার কিনে মালিকানায় আসছে ইউনিয়ন গ্রæপ। এই গ্রæপটির রিং শাইনের মতোই একই ধরনের টেক্সটাইল কোম্পানিসহ কয়েকটি কোম্পানি রয়েছে।

রিং শাইন কোম্পানির শেয়ার কিনে মালিকানায় আসার লক্ষ্যে গত ১২ এপ্রিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) প্রস্তাব জমা দেয় ইউনিয়ন গ্রæপ। প্রস্তাব যাচাই-বাছাই করে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

বর্তমানে কোম্পানির শেয়ার সংখ্যা ৫০ কোটি ৩ লাখ ১৩ হাজার ৪৩টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩১ দশমিক ৫৪ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৬ দশমিক ২৩ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে দশমিক ৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৫২ দশমিক ১৮ শতাংশ শেয়ার। কোম্পানিটির মালিকানায় আসতে ৩১ শতাংশ শেয়ার কিনতে হবে ইউনিয়ন গ্রæপকে।

এ বিষয়ে ইউনিয়ন গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল কবির বলেন, আমরা কারখানাটি পরিদর্শন করেছি। এখানে ম্যানেজমেন্ট ক্রাইসিস রয়েছে। আমাদের গ্রæপের একই ধরনের কারখানা রয়েছে। ফলে এই কারখানা পরিচালনা করতে আমাদের কী করতে হবে তার পরিকল্পনা তৈরি করেছি, নিয়ন্ত্রক সংস্থাকে দিয়েছি।

এ বিষয়ে বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ সামসুদ্দিন আহমেদ বলেন, নানা জটিলতায় পুঁজিবাজারে তালিকাভুক্তির পর থেকেই কোম্পানিটির উৎপাদন বন্ধ হয়ে যায়। আমরা দায়িত্ব নেওয়ার পর কোম্পানির পর্ষদ পরিবর্তন করেছি। এখন উৎপাদনও শুরু করেছে। ভালোভাবে উৎপাদনে ফিরতে কোম্পানিটি অধিগ্রহণ করতে চাচ্ছে ইউনিয়ন গ্রæপ। আমরা সম্মতি দিয়েছি।
কোম্পানির তথ্য মতে, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ১৫০কোটি টাকা উত্তোলন করে রিং শাইন। সাভারের ইপিজেডে অবস্থিত এই কোম্পানিটি এই টাকায় ঋণ পরিশোধ এবং মেশিনারিজ কেনার জন্য এই টাকা সংগ্রহ করে। তালিকাভুক্তির প্রথম বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল। এরপর ২০২০ সাল থেকে উৎপাদন বন্ধ করে দেয়। মালিকরা দেশ ছেড়ে চলে যায়। বর্তমানে ৩০ শতাংশ উৎপাদন চালু করেছে বিএসইসির নতুন গঠিত পরিচালনা পর্ষদ।

চীনের তাইওয়ানের মালিকানাধীন কোম্পানিটি পুরোদমে চালুর জন্য প্রয়োজন ফান্ড। গ্রæপটি সেই ধরনের ফান্ড দিয়ে কোম্পানিটিকে শতভাগ উৎপাদন চালু করবে। এতে বিনিয়োগকারীরা উপকৃত হবেন। পাশাপাশি নতুন করে কর্মসংস্থান সৃষ্টি হবে।
ইউনিয়ন গ্রæপের টেক্সটাইল, মোবাইল ফোন, এভিয়েশন, রিয়েল এস্টেটসহ বেশ কয়েকটি কোম্পানি রয়েছে। বিশ্বব্যাপী সোয়েটার শিল্পে সর্বোচ্চ পরিমাণ সুতা সরবরাহ করে থাকে তারা। বর্তমানে আট হাজার লোকের কর্মসংস্থান রয়েছে এ প্রতিষ্ঠানে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...