• আপডেট টাইম : 31/05/2022 10:42 AM
  • 566 বার পঠিত
  • অর্থনৈতিক প্রতিবেদক
  • sramikawaz.com

ট্যানারী শিল্প মালিকরা শ্রম আইনের ২৬ ধারা প্রয়োহ করে কারখানা লে-অফ করছে। এরপর ওই শ্রমিককেই ঠিকাদারের মাধ্যমে নিয়োগ করছে, এমন অভিযোগ করেছে শ্রমিক বিষয়ক এনজিও লেবার  ফাউন্ডেশন। এর জবাবে শিল্প মন্ত্রণালয়ের কর্ম কর্তারা জানিয়েছে, এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। 

আজ মঙ্গলবার সকালে ইকোনমিক রিপোটার্স ফোরাম-ইআরএফ ও এশিয়া ফাউন্ডেশন যৌথভাবে আয়োজিত ‘লেদার শিল্পের কোভিড-১৯ এর অভিঘাত মূল্যায়ন’ শীর্ষক এক অনলাইন আলোচনায় প্রধান বক্তারা এ কথা বলেন। আলোচনায় প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ে সচিব জাকিয়া সুলতানা। ইআরএফ এর সভাপতি সারমিন রিনভির সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সাখাওয়াত হোসেন। বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশসের সভাপতি নাসিম মঞ্জুর, লেবার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক একেএম আশরাফ উদ্দিন প্রমুখ। মূল প্রবদ্ধ উপস্থাপন করেন ড. আবু ইউসুব।


শিল্প সচিব জাকিয়া সুলতানা বলেছেন, পশু কোরবানী করার সঙ্গে সঙ্গে যাতে লবন লাগানোর ব্যবস্থা করা হয়, এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে চামড়া নষ্ট রোধ করা যাবে।


তিনি বলেন, আগের যে কোন সময়ের চেয়ে সিইটিপি পরিবেশ সম্মত। সবগুলো প্যারামিটারে সিইটিপি আপ টু মার্ক। তবে একটি প্যারামিটারে কিছু সমস্যা আছে। সেটিও সমাধানে সচেতনতার সাথে কাজ করছি। যে সব প্রতিষ্ঠান সংশ্লিষ্ট আছে সবাইকে সঙ্গে নিয়ে সমাধানের কাজ করা হচ্ছে। যারা এ ব্যাপারে কথা বলছে, সুনির্দিষ্ট কোন কথা বলছে না। চামড়া শিল্পের সমস্যার সমাধান করে আমরা এই শিল্পকে দ্বিতীয় নয়, প্রথম শিল্প খাতে পরিনত করতে চাই।


কাজী সাখাওয়াত হোসেন বলেন, ২০১৭ সালে শিফ্ট করা হয়। একটি লম্বা সময় ধরে চেষ্টার ফলে এটা সাভারে স্থানান্তর করা হয়। তড়িঘড়ি করা হয়নি, তবে সিইটিপি পুরোপুরি রেডি হয়নি। এতে পরিবেশ গত সমস্যা ছিল। চীনা একটি কোম্পাানি সিইটিপি প্রস্তুত করছিল। কিন্তু তারা সেটা সময় মত প্রস্তুত করতে পারেনি। পরবর্তিতে সিইপিটির কাজ অব্যাহত ছিল। ২০২০ সালে কোভিড-১৯ পরিস্থিতিকে ব্যহত করলে সিইটিপি বাস্তবায়ন সমস্যা তৈরি হয়।


ট্যানারি শিল্পে ট্যাম্পোরারি শ্রমিকের পরিবর্তে স্থায়ী শ্রমিকদের নিয়ে কাজ করানোর ব্যবস্থা করা হয়, এমন ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী শাকাওয়াত হোসেন।


সৈয়দ নাসিম মঞ্জুর বলেছেন, আমাদের যথেষ্ট কাঁচামাল আছে। এটা আমাদের সৌভাগ্য। এটা যদি ব্যবহার করতে পারি তাহলে আমাদের বড় ধরণের কাজে আসবে। কিন্তু বেশ কিছু সমস্যা আমাদের আছে, এই সম্ভাবনাকে বাধার সৃষ্টি করছে।


এই শিল্পকে এগিয়ে নিতে হলে তহবিলের প্রয়োজন অবশ্যই। ব্যাংক ঋণের ক্ষেত্রে যে সব সমস্যা আছে সেগুলো সমাধান করতে হবে। প্রয়োজনে হাজারীবাগে যে জমি রয়েছে, সেগুলো বিক্রি করে তহবিল সংগ্রহ করে কাজ শুরু করতে সহযোগিতা করা প্রয়োজন বলে তিনি মত দেন।


মঞ্জুর বলেন, সিইটিপির কারণে যে সমস্যা হচ্ছে সেটি সমাধানের উদ্যোগ নেওয়া হোক। সরকার যদি সিইটিপি আপ টু মার্ক করে দেয় তাহলে আমরা নিজ¯^ ইটিপির ব্যয় নির্বাহের পাশাপাশি সিইটিটির ব্যয় নির্বাহ করবো।


লেবার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশরাফ উদ্দিন বলেন, লেদার সেক্টর ইনফরর্মাল সেক্টরের দিকে এগিয়ে যাচ্ছে। শ্রম আইনের ২৬ ধারার সুযোগ নিয়ে উদ্যোক্তারা কারখানা লে-আফ করে এই শ্রমিকদেরই ঠিকাদারদের মাধ্যমে নিয়োগ দিচ্ছে। এটি চামড়া শিল্পে আগামীতে বিষফোড়াতে পরিনত হবে। লেদার শিল্পকে টেকসই ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে এটি প্রতিবন্ধকতা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...